মার্কিন সেনাদের ওপর হামলা না চালানোর নির্দেশ মুকতাদার

চলতি বছরের শেষ নাগাদ ইরাক থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার সম্পন্ন হওয়ার আগে তাদের ওপর কোনো হামলা না চালাতে ইরাকের কট্টরপন্থী শিয়া নেতা মুকতাদা আল-সদর তাঁর অনুসারীদের নির্দেশ দিয়েছেন। গতকাল রোববার বার্তা সংস্থা এএফপিতে পাঠানো এক বিবৃতিতে সদর এ কথা বলেছেন।
বিবৃতিতে সদর বলেন, ইরাকের ভূখণ্ড থেকে দখলদারদের প্রত্যাহারের মাধ্যমে দেশটি তার স্বাধীনতা ফিরে পেতে পারে। কাজেই দখলদার বাহিনীর সদস্যদের প্রত্যাহার সম্পন্ন হওয়ার আগে সব ধরনের সশস্ত্র ত ৎ পরতা বন্ধ করা অপরিহার্য।
সদর বলেন, ‘যদি সেনা প্রত্যাহার সম্পন্ন হয় এবং আমাদের ভূখণ্ডে একজন মার্কিন সেনারও উপস্থিতি না থাকে, তাহলে অবশ্যই সামরিক ত ৎ পরতা শেষ হবে। কিন্তু সেনা প্রত্যাহার যদি সম্পূর্ণ না হয় এবং ইরাক পরাধীন রাষ্ট্রই থাকে, তাহলে তারা আবারও বড় ধরনের ত ৎ পরতা শুরু করবে।’
বিবৃতিতে সদর বিদ্রোহীদের ত ৎ পরতার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

No comments

Powered by Blogger.