যুক্তরাষ্ট্র গাদ্দাফিকে হত্যা করতে চায়: শাভেজ

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজ লিবিয়ায় হামলার সমালোচনা করে বলেছেন, যুক্তরাষ্ট্র গাদ্দাফিকে হত্যা করতে চায়। তিনি বহুজাতিক বাহিনীর ওই হামলাকে অন্যায় হিসেবে বর্ণনা করেন এবং আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আহ্বান জানান।
গত রোববার শাভেজ তাঁর সাপ্তাহিক বেতার ও টেলিভিশন ভাষণে বলেন, লিবিয়ায় আগ্রাসন শুরু হয়েছে। এটা বন্ধ করতে হবে। উত্তর আফ্রিকার একটি দেশের অভ্যন্তরীণ বিবাদের জবাব বোমাবর্ষণের মাধ্যমে হতে পারে না।
দেশবাসীর উদ্দেশে দেওয়া ভাষণে শাভেজ যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা করে বলেন, বিদ্রোহীদের বিদ্রোহের সুযোগ নিয়ে সাম্রাজ্যবাদী যুক্তরাষ্ট্র গাদ্দাফিকে ক্ষমতাচ্যুত করতে, এমনকি তাঁকে হত্যা পর্যন্ত করতে চাইছে। তারা লিবিয়ায় রক্তের বন্যা বইয়ে দিয়ে দেশটির তেলসম্পদ হস্তগত করতে চায়।

No comments

Powered by Blogger.