সিরিয়ায় সরকারবিরোধী আন্দোলন জোরদার বিভিন্ন প্রতিষ্ঠানে আগুন

সিরিয়ায় দীর্ঘদিন ধরে বহাল জরুরি আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলন আরও জোরদার হয়েছে। গত রোববার বিক্ষোভকারীরা দেরা শহরে ক্ষমতাসীন বাথ পার্টির প্রধান কার্যালয়সহ বেশ কিছু প্রতিষ্ঠানে আগুন লাগায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার বিক্ষোভকারীরা প্রধান আদালত প্রাঙ্গণের বিভিন্ন ভবনে আগুন লাগায়। পুড়িয়ে দেয় দুটি টেলিফোন কোম্পানির শাখা কার্যালয়। এর মধ্যে একটি কোম্পানি হচ্ছে সিরিয়াটেল, যার মালিক সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের ঘনিষ্ঠ আত্মীয় রামি মাখলুফ।
এক বিক্ষোভকারী বলেন, তাঁরা নিপীড়ন ও দুর্নীতির প্রতীক পুড়িয়েছেন। এসব ভবনের পাশে থাকা ব্যাংক ভবন তাঁরা স্পর্শও করেননি। আগুন লাগানোর সময় বিক্ষোভকারীরা স্লোগান দেয়, ‘আমরা জরুরি আইন চাই না, স্বাধীনতা চাই।’
বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে। এতে ৪০ জন আহত হয়। তাদের ওমরি মসজিদে চিকিৎসা দেওয়া হচ্ছে।

No comments

Powered by Blogger.