মনোনয়ন এবং জোট নিয়ে ক্ষোভ কংগ্রেস ও তৃণমূলে

পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস একযোগে লড়াই করার সিদ্ধান্ত নিলেও তা মেনে নিতে পারেননি কংগ্রেসের কয়েকজন নেতা। কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস জোট গঠনের পর বিক্ষুব্ধ কংগ্রেসের ওই নেতারা ঘোষণা দিয়েছেন, তাঁরা জোট মানবেন না। বিক্ষুব্ধ নেতাদের মধ্যে আছেন সাংসদ দীপা দাসমুন্সী, সাংসদ অধীর চৌধুরী ও শংকর সিং। তাঁরা জানিয়ে দিয়েছেন, কংগ্রেসের দুর্জয় ঘাঁটি মুর্শিদাবাদ, মালদহ ও উত্তর দিনাজপুরে তাঁরা কোনো জোট মানবেন না। তাঁদের দাবি, সব আসনেই কংগ্রেসের প্রার্থী দিতে হবে।
অন্যদিকে গত নির্বাচনে জয়ী কংগ্রেসের ২১ জন বিধায়কের মধ্যে এখন পর্যন্ত দুই বিধায়ককে মনোনয়ন না দিয়ে তাঁদের আসনে তৃণমূলের প্রার্থী ঘোষণা করা হয়েছে। এর বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ওই দুই কংগ্রেস বিধায়ক রাম পেয়ারি রাম ও আবদুল খালেক । তাঁরা ঘোষণা দিয়েছেন কলকাতা বন্দর এবং মেটিয়াবুরুজ আসনে তাঁরা নির্দল প্রার্থী হিসেবে লড়বেন।

No comments

Powered by Blogger.