ব্রিটেনের নীলনকশায় খুন হন লেনিন!

ব্রিটেনের নীলনকশা অনুযায়ী বলশেভিক নেতা ভ্লাদিমির ইলিচ লেনিন ঘাতকের গুলিতে নিহত হয়েছিলেন, অনেকে এমন ধারণা করলেও ব্রিটেন বরাবরই সে অভিযোগ অস্বীকার করে এসেছে। তবে লেনিনের একজন জীবনীকার ও বিশিষ্ট ইতিহাসবিদ বলেছেন, ওই হত্যার ঘটনায় ব্রিটেন আসলেই জড়িত ছিল বলে তিনি মনে করেন। তিনি বলেছেন, ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মহাফেজখানায় রক্ষিত নথিপত্র ঘেঁটে দেখলে এ বিষয়ে শতভাগ নিশ্চিত হওয়া সম্ভব হবে।
১৯১৮ সালে মস্কোয় এক রুশ নারীর গুলিতে লেনিন নিহত হন। তখন থেকেই ধারণা করা হয়, রাশিয়ায় নিযুক্ত তৎকালীন ব্রিটিশ এজেন্ট রবার্ট ব্রুস লকহার্ট এ হত্যাকাণ্ডে পেছন থেকে কলকাঠি নেড়েছিলেন।
লেনিনের জীবনীকার অধ্যাপক রবার্ট সার্ভিস বলেছেন, লেনিন নিহত হওয়ার অল্প কিছুদিন আগে তৎকালীন ব্রিটিশ ওয়ার কেবিনেট সদস্য লর্ড কার্জনের কাছে লকহার্ট একটি চিঠি পাঠিয়েছিলেন। তাতে লেনিনকে হত্যা করা হতে পারে বলে পরিষ্কার ইঙ্গিত রয়েছে।

No comments

Powered by Blogger.