লিবিয়ায় মিত্র জোটের হস্তক্ষেপের কোনো অধিকার নেই

লিবিয়ায় নো ফ্লাই জোন প্রতিষ্ঠার লক্ষ্যে গাদ্দাফি বাহিনীর ওপর সামরিক হামলার নিন্দা জানিয়ে ভারত বলেছে, মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক মিত্র দেশগুলোর লিবিয়া বিষয়ে হস্তক্ষেপের কোনো অধিকার নেই। গতকাল মঙ্গলবার ভারতের লোকসভায় অর্থমন্ত্রী প্রণব মুখার্জি আইন প্রণেতাদের উদ্দেশে এ কথা বলেন।
প্রণব মুখার্জি বলেন, অভ্যন্তরীণ বিষয় নিয়ে একটি দেশের মধ্যে যাই ঘটুক না কেন বাইরের কোনো শক্তির তাতে নাক গলানো উচিত নয়। তিনি আরও বলেন, একটি দেশের শাসনক্ষমতার পরিবর্তনের সিদ্ধান্ত বাইরের কোনো দেশ নিতে পারে না। এটি নেবে সে দেশের জনগণ।
লিবিয়ায় সামরিক হামলার ব্যাপারে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভোট দেওয়া থেকে বিরত ছিল ভারত।

No comments

Powered by Blogger.