ভারতকে বিশ্বকাপ জেতাবেন অশ্বিন

কেন তাঁকে একাদশে না নেওয়ায় এত সমালোচনার ঝড় সেটা প্রথম ম্যাচেই কিছুটা বুঝিয়ে দিলেন রবিচন্দ্রন অশ্বিন। পরশু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে নামেন এই অফ স্পিনার। ১০ ওভার বোলিং করে ৪১ রান খরচায় নিয়েছেন ২টি উইকেট। আহামরি কিছু না হলেও অশ্বিনের এই বোলিং ভারতীয়দের বিশ্বকাপ জয়ের স্বপ্নে লাগিয়েছে নতুন রং। কিংবদন্তি সুনীল গাভাস্কার বলেই দিলেন, ‘অশ্বিন ভারতকে বিশ্বকাপ জেতাবে।’ আন্তর্জাতিক টেলিভিশন চ্যানেলে (স্টার ক্রিকেট) বিশেষজ্ঞ মতামত দিতে গিয়ে এটা বলেছেন গাভাস্কার, সুতরাং কৌতুক বলে উড়িয়ে দেওয়ার উপায় নেই।
অশ্বিনের প্রতি আস্থা অবশ্যই আছে। তবে ভারতের সাবেক অধিনায়ক বলেছেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে একজন বাঁহাতি বিশেষজ্ঞ স্পিনারের বড় প্রয়োজন ভারতের। হরভজন, চাওলা, অশ্বিন—ভারতের বিশ্বকাপ দলের তিন বিশেষজ্ঞ স্পিনারই ডানহাতি। অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি পূর্বসূরি গাভাস্কারের এই দাবি মেটাবেন কীভাবে? ওয়েবসাইট।

No comments

Powered by Blogger.