২০০৬ সালেই সব ধরনের পদ ছেড়ে দিই: কাস্ত্রো

কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রো জানিয়েছেন, ২০০৬ সালে অসুস্থ হওয়ার পরপরই তিনি ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির প্রধানসহ সরকারি সব ধরনের পদ ছেড়ে দেন। গতকাল মঙ্গলবার রাষ্ট্রীয় সংবাদপত্রে প্রকাশিত মন্তব্য প্রতিবেদনে কাস্ত্রো এ কথা জানান।
আগামী মাসে পার্টির সম্মেলনের আগে কাস্ত্রো তাঁর সম্পর্কে স্পষ্ট ধারণা দিতে এ মতামত প্রকাশ করলেন। এর আগে ধারণা ছিল, পার্টির নেতা হিসেবে কাস্ত্রো কাজ না করলেও তিনি কখনোই আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করবেন না।
কাস্ত্রো বলেন, ‘২০০৬ সালের ৩১ জুলাই অসুস্থতার কারণে আমি নির্দ্বিধায় সরকারি ও রাজনৈতিক সব পদ ছেড়ে দিই। এমনকি দলের প্রথম সম্পাদকের পদ থেকেও আমি পদত্যাগ করি।’
ওই সময় কাস্ত্রো সাময়িকভাবে তাঁর ছোট ভাই রাউল কাস্ত্রোর হাতে ক্ষমতা ছেড়ে দেন।
কাস্ত্রো জানান, ‘পদত্যাগের ঘোষণা দেওয়ার পর আমি ওই পদগুলোর কোনো কাজে প্রভাব বিস্তার করার চেষ্টা কখনোই করিনি।’

No comments

Powered by Blogger.