ইয়েমেনের রাষ্ট্রদূতদের পদত্যাগ শুরু

ইয়েমেনে বিক্ষোভে নতুন মাত্রা যোগ হয়েছে। রাজধানী সানায় রক্তক্ষয়ী হামলায় অর্ধশত বিক্ষোভকারী নিহতের ঘটনায় দেশটির মন্ত্রী, সরকারি দলের প্রভাবশালী সদস্য এবং সেনা কর্মকর্তাদের পর এবার বিভিন্ন দেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূতেরা একের পর এক পদত্যাগ করছেন।
গালফ নিউজ ডেইলি গতকাল মঙ্গলবার জানিয়েছে, পাকিস্তান, কাতার, ওমান, স্পেন ও দুবাইয়ে নিয়োজিত ইয়েমেনের রাষ্ট্রদূতেরাও পদত্যাগ করে প্রেসিডেন্টবিরোধী বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়েছেন। এসব রাষ্ট্রদূত এক বিবৃতিতে বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে আন্দোলনকারী তরুণ ও তাঁদের দাবির প্রতি আমাদের পূর্ণ সমর্থন জানাচ্ছি।

No comments

Powered by Blogger.