‘দুঃস্বপ্ন থেকে বেরিয়ে আসতে চাই’

তীর হারা ঢেউয়ের সাগর পাড়ি দেওয়ার মতোই কঠিন লড়াই সামনে। ওয়েস্ট ইন্ডিজ বিপক্ষে দেশবাসীকে স্তম্ভিত করে দেওয়া পারফরম্যান্স মানসিক দিক দিয়ে অনেকটাই পিছিয়ে দিয়েছে বিশ্বকাপের আগেই নিউজিল্যান্ডকে হোয়াইট ওয়াশ করে প্রত্যাশার পারদকে ওপরে তুলে দেওয়া বাংলাদেশ দলকে। শুক্রবার চট্টগ্রামে শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে ‘বাঁচা-মরা’র লড়াইয়ে মাঠে নামার আগে হতাশ, বিধ্বস্ত দলটিকেই নতুন করে চাঙা করে তোলার কঠিন দায়িত্বটি পালন করে যাচ্ছেন দলের অস্ট্রেলীয় কোচ জেমি সিডন্স। সেই সিডন্স আজ সোমবার বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ‘যদিও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পারফরম্যান্স কোনোমতেই গ্রহণযোগ্য নয়, তারপরেও বলছি, ওই একদিনের বাজে পারফরম্যান্সই আমাদের সবকিছু শেষ করে দেয়নি।’
গতকাল ইংল্যান্ডের কাছে দক্ষিণ আফ্রিকার পরাজয় বি গ্রুপ থেকে বাংলাদেশের কোয়ার্টার ফাইনাল সমীকরণকে অনেকটাই কঠিন করে দিয়েছে। কোয়ার্টার ফাইনাল স্বপ্নকে বাঁচিয়ে রাখতে ইংল্যান্ডের বিপক্ষে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। কঠিন প্রতিপক্ষের বিপক্ষে এমন একটি লড়াইয়ে মাঠে নামার আগে নিজের আত্মবিশ্বাসটাই অন্যদের মধ্যে ছড়িয়ে দিতে চান সিডন্স। তিনি বলেছেন, ‘আমার মনে হয়, কোয়ার্টার ফাইনালে খেলার সম্ভাবনা একেবারে শেষ হয়ে যায়নি।’
তিনি আরো বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচের ভুলগুলো শুঁধরে দলকে নতুন করে গোছানো হচ্ছে। সব বিভাগেই কাজ চলছে। তবে, ব্যাটিং নিয়েই একটু সিরিয়াস সবাই।’
সিডন্সের মতে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচটি ছিল একটি দুঃস্বপ্ন, একটি দুর্ঘটনা। আমরা ওই দুঃস্বপ্ন থেকে বেরিয়ে আসতে চাই।’

No comments

Powered by Blogger.