নিউজিল্যান্ডের ভাবনার বড় অংশে মিসবাহ

গত বছর আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে ফেরার পর থেকেই নিজেকে নতুনভাবে চেনাতে শুরু করেছেন পাকিস্তানের টেস্ট অধিনায়ক মিসবাহ- উল হক। ব্যাট হাতে পরিণত হয়েছেন পাকিস্তানের নির্ভরতার প্রতীকে। আজ ক্যান্ডিতে পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপ ম্যাচ খেলতে নামার আগে তাই মিসবাহকে নিয়ে বাড়তি সতর্ক নিউজিল্যান্ড। মিসবাহর এই নতুন রূপের সঙ্গে নিউজিল্যান্ডই যে বেশি পরিচিত! বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে নিউজিল্যান্ড সফরে গিয়ে চার ম্যাচে ২০৩ রান করেছিলেন ৩৬ বছর বয়সে নিজেকে নতুন করে ফিরে পাওয়া এই পাকিস্তানি ব্যাটসম্যান। ব্যাট হাতে তাঁর দুর্দান্ত পারফরমেন্সের ধারাবাহিকতা বজায় রেখেছেন বিশ্বকাপেও। এখন পর্যন্ত বিশ্বকাপে পাকিস্তানের তিনটি জয়েই রেখেছেন বড় ভূমিকা। তিন ম্যাচ মিলিয়ে করেছেন ১৮৫ রান।
মিসবাহকে তাড়াতাড়ি ফিরিয়ে দিলেই বাকি কাজ সহজ হয়ে যায়-ব্যাপারটি বেশ ভালো মতোই রয়েছে নিউজিল্যান্ড শিবিরের মাথায়। কিউই পেসার টিম সাউদিও তেমনটি মনে করেন। নিউজিল্যান্ডের বোলিং আক্রমণের অন্যতম প্রধান অস্ত্র সাউদি বলেন, ‘মিসবাহ খুব দারুণ একটা সময় কাটাচ্ছে। শুধু নিউজিল্যান্ডের বিপক্ষেই না, বিশ্বকাপেও সে খুব ভালো খেলছে। তবে নিউজিল্যান্ডে আমরা তার ব্যাটিং সম্পর্কে অনেক ধারণা পেয়েছি। আর সেই অভিজ্ঞতা কাজে লাগিয়েই আমরা তাকে তাড়াতাড়ি সাজঘরে ফেরানোর চেষ্টা করব।’
প্রথম তিনটি ম্যাচের দুইটিতেই বড় জয় পেয়েছে নিউজিল্যান্ড। কেনিয়া ও জিম্বাবুয়ের বিপক্ষে। তবে ছোট দলগুলোর সঙ্গে জিতলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে খুব বেশি সুবিধা করে উঠতে পারে নি তারা। অবশ্য আজ আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামার আগে সেই হারটা নিয়ে খুব বেশি ভাবতে চাচ্ছেন না সাউদি। তিনি বলেছেন, ‘এখনো পর্যন্ত আমরা মোটামুটি ভালোই খেলেছি। দুইটা ম্যাচে খুব ভালোভাবেই জিতেছি। কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে আমাদের পারফরমেন্স খুব একটা ভালো ছিল না। তবে আমরা সেই ম্যাচের ভুল-ত্রুটি শুধরে নেওয়ার চেষ্টা করছি। বিশ্বকাপের আসরে একটা ম্যাচের ব্যর্থতা নিয়ে খুব বেশি আলোচনা করে লাভ নেই। প্রতিটা ম্যাচ নিয়েই আমাদের সমানভাবে ভাবতে হবে।’

No comments

Powered by Blogger.