শাভেজের ক্ষমতা বাড়াল ভেনেজুয়েলার পার্লামেন্ট

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজের ক্ষমতা বাড়িয়েছে সে দেশের পার্লামেন্ট। এখন নিজের ক্ষমতাবলে তিনি যেকোনো আইন পাস করতে পারবেন। ক্ষমতায় যাওয়ার এক যুগের মাথায় এ নিয়ে চতুর্থবারের মতো শাভেজকে এমন ক্ষমতা দেওয়া হলো।
দেশটির বিরোধীরা শাভেজকে এমন ক্ষমতা দেওয়ার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তাঁরা বলেছেন, এর মাধ্যমে ভেনেজুয়েলা একনায়কতন্ত্রের দিকে এগিয়ে চলেছে।
ভেনেজুয়েলায় সম্প্রতি ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনায় কমপক্ষে ৪০ ব্যক্তি মারা গেছে। গৃহহীন হয়ে পড়েছে অন্তত এক লাখ ৪০ হাজার লোক। বন্যা-পরবর্তী প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় শাভেজ পার্লামেন্টের কাছে বিশেষ ক্ষমতা চেয়েছিলেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে গত শুক্রবার পার্লামেন্ট সদস্যদের তিন-পঞ্চমাংশ ভোটে নতুন আইনটি পাস করা হলো। এটি রহিত করতে হলে সমানসংখ্যক ভোটের দরকার হবে। কিন্তু পার্লামেন্টে শাভেজের দলের ৬০ শতাংশ সমর্থন থাকায় এর সম্ভাবনা নেই বললেই চলে।
পার্লামেন্টের স্পিকার সিলিয়া ফ্লোরেস বলেছেন, পার্লামেন্টের সদস্যরা বন্যায় দুর্দশাগ্রস্তদের জন্য যথার্থই ব্যবস্থা নিয়েছেন।

No comments

Powered by Blogger.