জানুয়ারিতেই ফিরবেন কাকা

২০০৯ সালে এসি মিলান থেকে রিয়াল মাদ্রিদে আসার পর ইনজুরির কারণে বেশির ভাগ সময় মাঠের বাইরেই কাটাতে হয়েছে ব্রাজিলের তারকা মিডফিল্ডার কাকাকে। বিশ্বকাপের পর ইউরোপিয়ান ফুটবলের এবারের মৌসুম শুরুর আগেই আবার হাঁটুতে অস্ত্রোপচার করতে হয়েছে তাঁকে। তবে রিয়াল মাদ্রিদ সমর্থকদের জন্য সুখবর, ইনজুরি কাটিয়ে কাকা আবার যোগ দিয়েছেন অনুশীলনে। আর জানুয়ারির মাঝামাঝি থেকেই তিনি মাঠে ফিরতে পারবেন বলে আশা করছেন রিয়াল মাদ্রিদ কোচ হোসে মরিনহো। কাকা নিজেও মাঠে ফেরার জন্য উদগ্রীব বলে জানিয়েছেন মরিনহো।
এ বছর রিয়াল মাদ্রিদের দায়িত্ব নেওয়ার পর থেকে সময়টা খুব একটা খারাপ কাটেনি হোসে মরিনহোর। শুধু এল ক্ল্যাসিকোতে বার্সেলোনার কাছে ৫-০ গোলের হার ছাড়া আর কোনো ম্যাচেই হারের মুখ দেখেনি রিয়াল মাদ্রিদ। স্পেনে আসার আগেও গত মৌসুমে ইন্টার মিলানের হয়ে জিতেছে ইতালিয়ান লিগ ও ইউরোপ-সেরার শিরোপা। এমন একটা সাফল্যমণ্ডিত বছরকে যে মরিনহো আলাদাভাবে বিবেচনা করবেন, এটাই স্বাভাবিক। ২০১০ সালটাকে ক্যারিয়ারের সেরা বছর আখ্যায়িত করে তিনি বলেছেন, ‘সাফল্যের বিচারের ক্ষেত্রে আমি এই বছরটাকে ১০-র মধ্যে ১১ দিতাম। কারণ ইন্টার মিলানের হয়ে সবকটি প্রতিযোগিতায়ই আমি শিরোপা জিতেছি। এই মুহূর্তের পারফরমেন্স দেখে মনে হচ্ছে, রিয়ালের হয়েও আমরা সবকটি শিরোপাই জিততে পারি

No comments

Powered by Blogger.