৯০০ কোটি ডলার বিদেশে পাচার করেন বশির

সুদানের প্রেসিডেন্ট ওমর আল-বশির সে দেশের রাষ্ট্রীয় তহবিল থেকে অন্তত ৯০০ কোটি ডলার বিদেশে পাচার করেছেন। ওই অর্থ বিদেশে তাঁর ব্যাংক হিসাব নম্বরে স্থানান্তর করা হয়। উইকিলিকসের ফাঁস করা তথ্যে এ কথা বলা হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান আইনজীবী লুইস মোরেনো ওকাম্পোর বরাত দিয়ে মার্কিন গোপন কূটনৈতিক বার্তায় বলা হয়, বশিরের ওই অর্থের বেশির ভাগই লন্ডনের ব্যাংকগুলোয় স্থানান্তর করা হয়েছে। উইকিলিকসের ফাঁস করা তথ্য দ্য গার্ডিয়ান পত্রিকা প্রকাশ করেছে।
ওয়াশিংটনে পাঠানো তারবার্তায় আইসিসির প্রধান আইনজীবী ওকাম্পোর বরাত দিয়ে মার্কিন কূটনীতিকেরা বলেন, বশিরের চুরি করা অর্থের একটা বড় অংশ লন্ডনে আধা-রাষ্ট্রায়ত্ত লিউডস ব্যাংকিং গ্রুপের কাছে জমা আছে।
যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কূটনীতিকের পাঠানো অপর একটি বার্তায় বলা হয়, ওকাম্পো তাঁকে জানান, প্রেসিডেন্ট বশিরের এই অর্থ কেলেঙ্কারির তথ্য প্রকাশিত হলে জনমনে বিরূপ প্রভাব পড়বে। ওকাম্পো আরও জানান, ওই অর্থ লন্ডনের লিউডস ব্যাংকে জমা আছে। অথবা ব্যাংক কর্তৃপক্ষের কাছে ওই অর্থের ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য আছে।
এ অভিযোগ নাকচ করে দিয়ে ব্যাংক কর্তৃপক্ষ বিবিসিকে জানিয়েছে, তাদের সঙ্গে বশিরের নামে কোনো অর্থের লেনদেন হয়নি।

No comments

Powered by Blogger.