কাশ্মীরে বন্দীদের ব্যাপক নির্যাতন করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী

ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে বিভিন্ন কারাগারে বন্দীদের ওপর ভারতীয় নিরাপত্তা বাহিনী ব্যাপক নির্যাতন চালিয়েছে। এসব নির্যাতনের কথা মার্কিন দূতাবাসকে জানিয়েছে ইন্টারন্যাশনাল কমিটি অব রেডক্রস (আইসিআরসি)। উইকিলিকসের ফাঁস হওয়া মার্কিন কূটনৈতিক তারবার্তায় এ তথ্য পাওয়া গেছে।
তারবার্তায় বলা হয়, ২০০২ থেকে ২০০৪ সাল পর্যন্ত আইসিআরসি কাশ্মীরের বিভিন্ন আটককেন্দ্রে পরিদর্শন করে বন্দীদের মারধর, বৈদ্যুতিক শক দেওয়া ও যৌন নির্যাতনসহ অন্যান্য নির্যাতনের প্রমাণ পেয়েছে।
তারবার্তায় আরও বলা হয়, আইসিআরসি ১৭৭টি আটককেন্দ্রে পরিদর্শন করে এক হাজার ৪৯১ জন বন্দীর সঙ্গে কথা বলেছে। তাদের মধ্যে ৮৫২ জন তাদের ওপর নির্যাতনের কথা জানিয়েছে। এদের মধ্যে ১৭১ জন বলেছে, তাদের মারধর করা হয়েছে। ৬৮১ জন জানিয়েছে, বৈদ্যুতিক শক ও যৌন নির্যাতনসহ তাদের ওপর ছয় ধরনের নির্যাতন চালানো হয়েছে।
উইকিলিকসের ফাঁস করা ২০০৫ সালের এসব নথি যুক্তরজ্যের দ্য গার্ডিয়ান পত্রিকায় প্রকাশ করা হয়েছে।

No comments

Powered by Blogger.