ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি বলিভিয়ার

বলিভিয়া গত শুক্রবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। ব্রাজিল, আর্জেন্টিনা ও উরুগুয়ের পর তারা ফিলিস্তিনকে এই স্বীকৃতি দিল। শুক্রবার উরুগুয়েতে এক সংবাদ সম্মেলনে বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেস এ কথা বলেন।
মোরালেস বলেন, ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে তাঁরা ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কাছে চিঠি দেবেন। তিনি বলেন, আগামী সপ্তাহে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোকে তাঁরা আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্তের কথা জানাবেন।
মোরালেস অভিযোগ করেন, ওই এলাকায় গণহত্যা চলছে। এ গণহত্যা বন্ধে পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তিনি আহ্বান জানান।

No comments

Powered by Blogger.