টিউশন ফি বাড়ানোর প্রতিবাদে যুক্তরাজ্যে ছাত্র বিক্ষোভ, সংঘর্ষ

বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি বাড়ানোর প্রতিবাদে যুক্তরাজ্যে দ্বিতীয় দফায় ছাত্রদের বিক্ষোভ শুরু হয়েছে। লন্ডনে সরকারের প্রধান দপ্তরগুলো যে এলাকায়, সেই হোয়াইট হলের কাছে গতকাল বুধবার পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। বিক্ষোভকারীরা পুলিশের একটি গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। সরকার টিউশন ফি তিন গুণ বাড়ানোর পরিকল্পনা করেছে।
মধ্য লন্ডনজুড়ে দিনব্যাপী প্রতিবাদ বিক্ষোভের সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্কুলশিক্ষার্থীরাও যোগ দেয়। উত্তর-পশ্চিম ইংল্যান্ডের ম্যানচেস্টারেও প্রায় তিন হাজার শিক্ষার্থী বিক্ষোভ প্রদর্শন করেন। তাঁদের অনেকে দেয়ালে নানা স্লোগান লিখে প্রতিবাদ জানান।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেছেন, ‘আমরা সরকারকে দেখাতে চাই যে আমরা কতটা বিক্ষুব্ধ হতে পারি।’
রেকর্ড পরিমাণ ঘাটতি মেটানোর লক্ষ্যে সরকারি খরচ কাটছাঁট করতে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের জোট সরকার বিশ্ববিদ্যালয়গুলোর টিউশন ফি তিন গুণ বাড়ানোর পরিকল্পনা করে। এর প্রতিবাদে দুই সপ্তাহ আগে প্রথমবার বিক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা। গতকাল দ্বিতীয় দফায় তাঁরা ম্যানচেস্টার, লিডস, শেফিল্ড, বার্মিংহাম ও ব্রিস্টলে বিক্ষোভ করেন।

No comments

Powered by Blogger.