উইলিয়াম ও কেটের বিয়ে হবে ওয়েস্ট মিনস্টার অ্যাবেতে

ব্রিটেনের প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনের বিয়ে আগামী ২৯ এপ্রিল ওয়েস্টমিনস্টার অ্যাবেতে অনুষ্ঠিত হবে। গতকাল বুধবার রাজপরিবারের কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে বিয়ের দিনক্ষণ ঘোষণা করেন। তাঁরা জানিয়েছেন, উইলিয়ামের মা প্রিন্সেস ডায়ানার অন্ত্যেষ্টিক্রিয়া যেখানে সম্পন্ন হয়েছিল, সেই ওয়েস্টমিনস্টার অ্যাবেতে বিয়ের অনুষ্ঠান হবে।
১৯৮১ সালে উইলিয়ামের বাবা প্রিন্স চার্লস ও মা ডায়ানার বিয়ের অনুষ্ঠানের পর এ অনুষ্ঠানকেই রাজপরিবারের সবচেয়ে বড় উৎসবমুখর ঘটনা হিসেবে দেখা হচ্ছে।
বিয়ের অনুষ্ঠান থেকে শুরু করে নবদম্পতির মধুচন্দ্রিমার খরচ বরপক্ষ, কনেপক্ষ ও ব্রিটেন সরকার ভাগ করে নিয়েছে। গির্জার সার্ভিস চার্জ, গান-বাজনা, সাজসজ্জা, অভ্যর্থনা ও মধুচন্দ্রিমার খরচ রাজপরিবার এবং কনেপক্ষ দেবে। নিরাপত্তা ও পরিবহন খরচ দেওয়া হবে সরকারের পক্ষ থেকে। ব্রিটেনে অর্থনৈতিক মন্দার কারণে অনুষ্ঠানের বেশির ভাগ খরচ বরপক্ষ দিতে সম্মত হয়েছে বলে জানানো হয়েছে।
কেটের মা-বাবা কনের পোশাক ও বিয়ের কেক বাবদ সর্বোচ্চ এক কোটি ২০ লাখ পাউন্ড দেবেন বলে ধারণা করা হচ্ছে। বাকি খরচ রানি ও প্রিন্স চার্লস দেবেন।

No comments

Powered by Blogger.