তিন মাসে হাইতিতে কলেরার রোগী দুই লাখে দাঁড়াতে পারে

আন্তর্জাতিক স্বাস্থ্যসংগঠন প্যান আমেরিকান হেলথ অরগানাইজেশন হুঁশিয়ারি দিয়ে বলেছে, তিন মাসের মধ্যে হাইতিতে কলেরায় আক্রান্ত মানুষের সংখ্যা দুই লাখে পৌঁছাতে পারে। অন্যদিকে জাতিসংঘ বলেছে, প্রথম দিকে যে হারে কলেরা ছড়ানোর আশঙ্কা করা হয়েছিল, বর্তমানে তা দ্বিগুণ হারে সংক্রমিত হচ্ছে।
প্যান আমেরিকান হেলথ অরগানাইজেশনের উপপরিচালক জন কিম অ্যান্ড্রুস গত মঙ্গলবার বলেছেন, পুরো হাইতিতে কলেরার সংক্রমণ দেখা যাচ্ছে। তিনি বলেন, আগামী ১২ মাসের কথা মাথায় রেখে প্রায় চার লাখ রোগীকে চিকিৎসা দেওয়ার মতো প্রস্তুতি দরকার। তিনি বলেন, যে গতিতে এ মহামারি বিস্তার লাভ করছে, তাতে তিন মাসের মধ্যে দুই লাখ রোগীকে সেবা দেওয়ার প্রস্তুতি নিতে হবে।
হাইতির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, কলেরায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত সেখানে এক হাজার ৪১৫ জন মারা গেছে। চিকিৎসা দেওয়া হয়েছে ৫৬ হাজার ৯০১ জনকে।
হাইতিতে জাতিসংঘের মানবিক সহায়তা কার্যক্রমের সমন্বয়ক নাইজেল ফিশার বলেন, সাহায্য সংস্থাগুলোকে আরও বেশি তৎপর হতে হবে এবং সেখানে আরও অনেক বেশি চিকিৎসাকর্মী পাঠাতে হবে।

No comments

Powered by Blogger.