চিরকাল ম্যানইউর রুনি!

চিরদিনই আমি ম্যানচেস্টার ইউনাইটেডের’—ওয়েইন রুনির কণ্ঠে এমন বাক্য আগেও শুনেছেন। এটা বলতে বলতেই অবশ্য মাঝে বিগড়ে গিয়েছিলেন। আবার ধাতস্থ হয়ে তিনি চালু করে দিলেন রেকর্ডার। আরেকবার বললেন, ‘আমার ভবিষ্যৎ ম্যানচেস্টার ইউনাইটেডেই। এই ক্লাবেই ক্যারিয়ার শেষ করতে চাই।’
রুনি এ কথা বলেছেন পরশু। চ্যাম্পিয়নস লিগে তাঁর দল রেঞ্জার্সের বিপক্ষে মাঠে নামার এক দিন আগে। সবকিছু ঠিক থাকলে প্রায় দুই মাস পর গতকালই প্রথম আবার ম্যানইউর শুরুর একাদশে খেলে ফেলেছেন। এর আগে রুনিকে এমন কথা বলতে হয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যমে ছাপা হওয়া কিছু প্রতিবেদনের জবাব দিতে গিয়ে।
কিছুদিন ধরেই ব্রিটিশ সংবাদমাধ্যম বলে যাচ্ছে, রুনি চুক্তি সই করে ফেলেছেন। ম্যানইউ এখন তাঁকে অন্য বড় ক্লাবের কাছে চড়া দামে বিক্রি করতে পারবে। খুব ঠান্ডা মাথায় ইংলিশ স্ট্রাইকার এর জবাব দিয়েছেন, ‘আমি পড়েছি। এগুলো বাজে কথা। আমি নতুন চুক্তি সই করেছি ম্যানইউতে থেকে যাওয়ার জন্যই। ম্যানইউ যদি অন্যকিছু না ভাবে...।’ রুনি থেকে যেতে চাইলেই তো আর হবে না। ম্যানইউরও তো তাঁকে রাখতে হবে। রুনির শেষ বাক্যটা হয়তো ওটা ইঙ্গিত করেই!

No comments

Powered by Blogger.