গরিবদের সহায়তা করতে গাড়ি নিলামে দিচ্ছেন আহমাদিনেজাদ

ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ একটি আবাসন প্রকল্পে সহায়তার জন্য নিজের গাড়ি নিলামে বিক্রির ঘোষণা দিয়েছেন। গত সোমবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এ কথা জানানো হয়।
টেলিভিশনের ওয়েবসাইটে বলা হয়, আন্তর্জাতিক নিলামে গাড়িটি বিক্রির পর অর্জিত অর্থ মেহের আবাসন প্রকল্পে দান করা হবে। স্বল্প-আয়ের মানুষের জন্য আবাসনের ব্যবস্থা করতে ইরান সরকার এ প্রকল্প হাতে নিয়েছে।
সমাজকল্যাণ ও সামাজিক নিরাপত্তাবিষয়ক মন্ত্রী সাদেক মাহসুলিকে উদ্ধৃত করে ওয়েবসাইটে বলা হয়, মেহের আবাসন প্রকল্পে সহায়তার জন্য আহমাদিনেজাদ তাঁর গাড়িটি বিক্রির ঘোষণা দিয়েছেন। মন্ত্রী আরও বলেন, গাড়িটি আন্তর্জাতিক নিলামে বিক্রি করা হবে।
আহমাদিনেজাদ যে পিজো গাড়িটি নিলামে বিক্রির ঘোষণা দিয়েছেন, সেটি ১৯৭৭ সালের ৫০৪ মডেলের।
প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের ক্ষমতার প্রথম মেয়াদকালে বাড়িঘরের দাম বেড়ে যাওয়ার কারণে পুনর্নির্বাচিত হওয়ার পর তিনি ‘আবাসন, কর্মসংস্থান ও অর্থনৈতিক সংস্কারকে’ তাঁর কর্মসূচির তালিকায় ওপরের দিকে রাখার ঘোষণা দেন।

No comments

Powered by Blogger.