ডিএসইতে আজ চাঙা ছিল ব্যাংক খাত

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ চাঙা ছিল ব্যাংক খাত। এ ছাড়া আজ সাধারণ সূচক আগের সব রেকর্ড ভঙ্গ করেছে। বেড়েছে বেশির ভাগ শেয়ারের দাম ও বাজার মূলধন। তবে আর্থিক লেনদেন কিছুটা কমেছে।
ডিএসই সূত্রে জানা যায়, আজ চাঙাভাবের মধ্য দিয়ে ডিএসইতে লেনদেন শুরু হয়। সারা দিনই ব্যাংকের শেয়ারের লেনদেনে চাঙাভাব দেখা যায়। দিন শেষে দেখা যায় ৩০টি ব্যাংকের মধ্যে ২৯টিরই শেয়ারের দর বেড়েছে। একই সঙ্গে আজ সাধারণ মূল্যসূচক ১১৮ দশমিক ০৮ পয়েন্ট বেড়ে ৮৬৭২ দশমিক ৯০ পয়েন্টে দাঁড়ায়, যা ডিএসইর সর্বোচ্চ রেকর্ড। আজ লেনদেন হওয়া মোট ২৩২টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১২১টির, কমেছে ১০৭টির এবং দর অপরিবর্তিত রয়েছে চারটির।
আজ ডিএসইতে মোট দুই হাজার ৬৯৩ কোটি টাকার কিছু বেশি লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৪৩ কোটি টাকা কম।
আজ লেনদেনে শীর্ষ ১০টি প্রতিষ্ঠান হলো—পূবালী ব্যাংক, বেক্সিমকো, তিতাস গ্যাস, ইউসিবিএল, এনসিসি ব্যাংক, পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্স সার্ভিসেস, সাউথইস্ট ব্যাংক, এনবিএল, এসপি সিরামিক ও স্কয়ার টেক্সটাইল।
আজ সবচেয়ে বেশি বেড়েছে দুলামিয়া কটনের শেয়ারের দর। এ ছাড়া সায়হাম টেক্সটাইল, পূবালী ব্যাংক, ইস্টার্ন ইনস্যুরেন্স, বঙ্গজ, রহিম টেক্সটাইল, ফুওয়াং ফুড, এনসিসি ব্যাংক, অ্যাপেক্স ফুড ও রিলায়েন্স ইনস্যুরেন্স দর বৃদ্ধি পাওয়া শীর্ষ ১০ প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে।
এদিকে আজ সবচেয়ে বেশি কমেছে অ্যাকটিভ ফাইনের শেয়ারের দর। এ ছাড়া ইমাম বাটন, আনোয়ার গ্যালভানাইজিং, সাভার রিফ্রেক্টরিজ, কোহিনুর কেমিক্যাল, জেমিনি সি ফুড, জুট স্পিনার্স, রহিমা ফুড, ডেল্টা স্পিনিং ও পূরবী জেনারেল ইনস্যুরেন্স দর কমে যাওয়া শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে।
আজ ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৩,৬২,১৮৫ কোটি টাকা।

No comments

Powered by Blogger.