বিমান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত সঠিক ছিল

আইসল্যান্ডের এয়াকিউয়াতলুয়োকুটল আগ্নেয়গিরি থেকে উিক্ষপ্ত ছাইয়ের কারণে টানা ছয় দিন বিমান চলাচল বন্ধ রাখার বিষয়ে যুক্তরাজ্যের বিমান নিরাপত্তা কর্মকর্তারা আত্মপক্ষ সমর্থন করেছেন।
বিমান পরিবহন শিল্পের কর্মকর্তারা ইউরোপের দেশগুলো বিনা প্রয়োজনে বিমান চলাচল বন্ধ রেখে তাদের কোটি কোটি ডলারের ক্ষতি করেছেন বলে অভিযোগ করার পর নিরাপত্তা কর্মকর্তারা তাঁদের সে অভিযোগ প্রত্যাখ্যান করেন। তাঁরা বলেছেন, যাত্রীদের নিরাপত্তার স্বার্থে সুনির্দিষ্ট নীতিমালা অনুসরণ করেই তাঁরা আকাশপথ বন্ধ করেছিলেন।
যুক্তরাজ্যের অভ্যন্তরীণ আকাশপথ নিয়ন্ত্রণ সংস্থা ন্যাশনাল এয়ার ট্রাফিক সিকিউরিটির (ন্যাটস) অ্যালেক্স ব্রিস্টল বলেছেন, বিমান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত সঠিক ছিল।

No comments

Powered by Blogger.