ভিক্ষুদের অবদান গণমাধ্যমে অবহেলিত

চীনে ১৪ এপ্রিল ভূমিকম্পের পর পরই উদ্ধারকাজ ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহযোগিতায় প্রথম এগিয়ে গিয়েছিলেন তিব্বতি বৌদ্ধ ভিক্ষুরা। কিন্তু তাঁদের সেই অবদানকে প্রথম থেকেই খাটো করে দেখছে চীনা কর্তৃপক্ষ। আর এখন ওই ভিক্ষুদের ক্ষতিগ্রস্ত এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
চীনের চিংহাই প্রদেশে ভয়াবহ এই ভূমিকম্পের পর পরই উদ্ধারকাজে নেমে পড়েছিলেন সেখানকার বৌদ্ধ ভিক্ষুরা। খালি হাতে তাঁরা ধ্বংসস্তূপের নিচ থেকে আটকে পড়া লোকজনকে উদ্ধার করেছেন। আহত ও আশ্রয়হীন মানুষের খাবার ও আশ্রয়ের প্রাথমিক ব্যবস্থাও করেছিলেন ভিক্ষুরা। এমনকি নিহত ব্যক্তিদের শেষকৃত্যের কাজও করেছেন তাঁরা। কিন্তু চীনা গণমাধ্যম প্রথম থেকেই ভিক্ষুদের এই প্রচেষ্টাকে কম গুরুত্ব দিয়ে উপস্থাপন করেছে।

No comments

Powered by Blogger.