এবার আইসল্যান্ডের প্রধান বিমানবন্দর বন্ধ হয়ে গেছে

আইসল্যান্ডে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ছাইয়ের মেঘের কারণে ইউরোপজুড়ে বিমান চলাচল বন্ধ ছিল প্রায় এক সপ্তাহ। কিন্তু আগ্নেয়গিরির মূল কেন্দ্র থেকে ১০০ কিলেমিটারের মধ্যে অবস্থিত হয়েও সচল ছিল আইসল্যান্ডের প্রধান বিমানবন্দরটি। তবে বাতাসের দিক ঘুরে যাওয়ায় গতকাল শুক্রবার থেকে ওই বিমানবন্দরটি অচল হয়ে পড়েছে।
বাতাসের দিক পরিবর্তিত হওয়ায় এয়াকিউয়াতলুয়োকুটল আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাতের ছাই ও ধুলা এখন আইল্যান্ডের রাজধানী রিকইয়াভিকের দিকে আসছে। ফলে রিকইয়াভিক বিমানবন্দর বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।
ইসাভিয়া বিমানবন্দরের মুখপাত্র হরডিস গুডমুন্ডসডোট্টির বলেন, ‘বাতাসের দিক ঘুরে যাওয়ায় আগ্নেয়গিরির ছাই রিকইয়াভিক ও কেফলাভিকের আকাশে চলে আসছে।’ বিমানবন্দর গ্রিনিচ মান সময় ১২টা পর্যন্ত বা তার পরও বন্ধ থাকতে পারে বলে তিনি জানান

No comments

Powered by Blogger.