বিচ্ছিন্নতাবাদীদের হরতালে অচল কাশ্মীর

নয়াদিল্লিতে বোমা হামলায় জড়িত তিনজনের মৃত্যুদণ্ডাদেশ দেওয়ার প্রতিবাদে কাশ্মীরে গতকাল শুক্রবার পূর্ণ দিবস হরতাল পালন করেছে সেখানকার বিচ্ছিন্নতাবাদীরা। কট্টর ও উদারপন্থী বিচ্ছিন্নতাবাদীরা একজোট হয়ে রাজধানী শ্রীনগরে এ হরতালের ডাক দেয়। হরতালে অচল হয়ে পড়ে শ্রীনগরের জনজীবন।
কর্মকর্তারা বলেছেন, ১৯৯৬ সালে দিল্লির একটি মার্কেটে বোমা হামলায় ১৩ জন নিহত হয়। ওই ঘটনায় আদালত ছয়জনকে দোষী সাব্যস্ত করেন। তাঁদের মধ্যে তিনজনের মৃত্যুদণ্ড ও অন্যদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয়। মৃত্যুদণ্ডাদেশ পাওয়া দুজন কাশ্মীরের ও একজন নয়াদিল্লির বাসিন্দা।
গত বৃহস্পতিবার রায় ঘোষণার পর কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীরা বিক্ষোভে ফেটে পড়ে। এর জের ধরেই ধর্মঘটের ডাক দেয়

No comments

Powered by Blogger.