হতাশা নিয়ে দেশে ফিরল অনূর্ধ্ব-১৯

বিশ্বকাপ-যাত্রা ছিল শেষ চারে যাওয়ার স্বপ্ন নিয়ে। অথচ ফেরা প্লেট চ্যাম্পিয়ন হয়ে। নিউজিল্যান্ড থেকে কাল সন্ধ্যায় দেশে ফেরার পর তাই হতাশাই ঝরে পড়ল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কোচ মিনহাজুল আবেদীনের কণ্ঠে, ‘এ বছর আমরা সবচেয়ে ভালো ব্যাটিং করেছি। তারপরও হলো না। কাপ পর্বে খেলতে পারলে ভালো লাগত।’
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কাপ পর্বে যেতে না পারাটাকে অবশ্য দুর্ভাগ্যই বলছেন মিনহাজুল, ‘আপনি যদি খেলা দেখতেন তাহলে বুঝতেন...কতটা দুর্ভাগ্য তাড়া করেছে আমাদের। এ রকম দুর্ভাগ্যের শিকার আমি আমার গোটা ক্যারিয়ারেই কখনো হইনি। এত ভালো ক্রিকেট খেলল ছেলেরা, এত ভালো ব্যাটিং করল। কিন্তু...।’ মিনহাজুল জানিয়েছেন, ব্যাটিংটা প্রতি ম্যাচেই ভালো হয়েছে তার দলের। কিন্তু সমস্যা ছিল বোলিংয়ে, ‘স্পিন বোলিং তবু ভালো হয়েছে। কিন্তু সমস্যা রয়ে গেছে পেস বোলিংয়ে।’

No comments

Powered by Blogger.