জরুরি অবতরণে বাধ্য হলো চীনের একটি বিমান

চীনের সাউদার্ন এয়ারলাইনসের একটি বিমান গতকাল শনিবার দেশটির গোলযোগপূর্ণ জিনজিয়াং প্রদেশ থেকে উড্ডয়নের পর কিছুক্ষণের মধ্যে সেখানে অবতরণ করতে বাধ্য হয়েছে। বিমানের দুজন যাত্রী শৌচাগারে ঢুকে টয়লেট পেপারে আগুন ধরিয়ে দিলে বিমানটি অবতরণে বাধ্য হয়। এএফপি।
রাষ্ট্রনিয়ন্ত্রিত বার্তা সংস্থা সিনহুয়া জানায়, উহান নগর থেকে বিমানটি উড্ডয়নের পর ওই বিমানের একজন ক্রু বিষয়টি টের পান। ঘটনাটি পাইলটকে জানালে তিনি বিমানটি জরুরি অবতরণ করান। পুলিশ জানায়, অবতরণের পর বিমান থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে আর বিস্তারিত কিছু জানানো হয়নি।
চীনের অন্য প্রদেশগুলোর তুলনায় জিনজিয়াং প্রদেশ অনেক বেশি গোলযোগপূর্ণ। বেইজিং নিজেও স্বীকার করেছে, এই অঞ্চল বিচ্ছিন্নতাবাদীদের হুমকির মুখে রয়েছে। তবে এ অঞ্চলের নির্বাসিত মুসলিম উইঘুরের সদস্যরা বলছেন, এ অঞ্চলকে কঠোরভাবে নিয়ন্ত্রণের জন্য চীন বিচ্ছিন্নতাবাদীদের হুমকির বিষয়টি সবসময় অতিরঞ্জিতভাবে তুলে ধরে।

No comments

Powered by Blogger.