এবার জ্বর-সমস্যা মাশরাফির

কাল নিউজিল্যান্ড যাওয়া হয়নি মাশরাফি বিন মুর্তজার। চোট কাটিয়ে উঠেছেন, তবে তাঁকে এবার পেয়ে বসেছে জ্বর। টেলিফোনে মাশরাফি বিন মুর্তজাকে পাওয়া যায়নি। তবে তাঁর পরিবার-সূত্র থেকে কাল রাতে জানা গেছে, তীব্র জ্বরের সঙ্গে কাশিও আছে বেশ। তবে এটা ভাইরাস না মৌসুমি জ্বর, সে বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেননি ডাক্তার।
বিসিবি এবং মাশরাফির পরিবার-সূত্র জানিয়েছে, আজ ডাক্তারি পরীক্ষা হবে এবং তার পরই জানা যাবে মাশরাফির জ্বরটা আসলে কোন ধরনের। পুরোপুরি সুস্থ হলেই কেবল নিউজিল্যান্ডের উদ্দেশে রওনা হবেন তিনি।
কাল মাশরাফির সঙ্গে নিউজিল্যান্ড যাওয়ার কথা ছিল, শাহাদাত হোসেন, মাহমুদউল্লাহ ও আফতাব আহমেদের। বিসিবি জানিয়েছে, বাকি তিনজন চলে গেছেন। তবে দলের সঙ্গে যোগ দিতে মাশরাফি ঠিক কবে যাত্রা করতে পারবেন, সেটা নির্দিষ্ট করে বলতে পারেননি কেউই।
নিউজিল্যান্ডে বাংলাদেশ ১টি টি-টোয়েন্টি, ৩টি ওয়ানডে এবং ১টি টেস্ট খেলবে। ৩ ফেব্রুয়ারি হ্যামিল্টনে টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে সফর। ওয়ানডে সিরিজ শুরু ৫ ফেব্রুয়ারি আর একমাত্র টেস্টটি হ্যামিল্টনে ১৫ ফেব্রুয়ারি থেকে।

No comments

Powered by Blogger.