আহত দুই খেলোয়াড়ের অস্ত্রোপচার

লিফট দুর্ঘটনায় আহত নেপালের দুই জুডো খেলোয়াড় কালু মান থামাং ও দেবু থাপার অস্ত্রোপচার করা হয়েছে। কাল দুপুরে স্কয়ার হাসপাতালে কালু মানের অস্ত্রোপচারটা হয়েছে একটু বড় ধরনের, দেবু থাপারটা অবশ্য তত বড় নয়। কালু মানের মেরুদণ্ডের কশেরুকায় এবং দেবু থাপার হাতে অস্ত্রোপচার করা হয়েছে। তবে এখন দুজনের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানালেন আয়োজক কমিটির চিকিত্সা কর্মকর্তা মোস্তফা জালাল মহিউদ্দিন। আহত আরেক খেলোয়াড় রাধা দেবীও আগের চেয়ে অনেকটা সুস্থ হয়ে উঠেছেন।
পরশুর ঘটনায় বিব্রত আয়োজক কমিটির কর্মকর্তারা ওই হোটেলে থাকা নেপাল ও মালদ্বীপ দলের খেলোয়াড়দের কাল অন্যত্র সরিয়ে নিয়েছেন। এসএ গেমসের আবাসন ও খাদ্য কমিটির সদস্য সচিব কাজী রাজীবউদ্দিন আহমেদ জানালেন, ‘ওদের তো আমরা অন্য হোটেলে সরিয়ে নিয়েছি। কিছু খেলোয়াড় পূর্বাণীতে ও কিছু খেলোয়াড়কে গুলশানের লরেল হোটেলে রাখা হয়েছে।’ এখন প্রতিটি হোটেলেই খেলোয়াড়দের নিরাপত্তা ও আবাসনের ব্যাপারে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

No comments

Powered by Blogger.