শ্রীলঙ্কায় বিরোধীদের সমর্থক একটি পত্রিকা বন্ধ করে দিয়েছে পুলিশ

শ্রীলঙ্কা পুলিশ গতকাল শনিবার বিরোধী একটি পত্রিকার কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছে। লংকা উইকলি নামে ওই পত্রিকাটি সরকারের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তার সমালোচনা করায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে পুলিশ শুক্রবার পত্রিকাটির সম্পাদককে গ্রেপ্তার করে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো শ্রীলঙ্কার বিরুদ্ধে গণমাধ্যমের ওপর প্রতিহিংসামূলক আচরণের অভিযোগ এনেছে। তবে সরকার এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি। খবর এএফপির।
লংকা উইকলি তাদের অনলাইন সংস্করণে জানিয়েছে, পুলিশ গতকাল পত্রিকা কার্যালয়ে এসে এটি বন্ধ করে দিয়েছে। এ সময় অপরাধ তদন্ত বিভাগের কর্মকর্তারা পত্রিকাটির কার্যালয় ঘিরে রাখেন।
প্যারিসভিত্তিক মানবাধিকার সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডারস শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের প্রতি সাংবাদিকদের গ্রেপ্তার বন্ধের আহ্বান জানিয়েছে। বেসরকারি ও বিদেশি গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীদের ভয়ভীতি দেখানো বন্ধের আহ্বান জানিয়েছে সংস্থাটি। তারা বলেছে, প্রেসিডেন্ট রাজাপক্ষের দ্বিতীয় মেয়াদের শুরুতে সহিংসতা ভবিষ্যত্ দুর্বল রাজনীতির ইঙ্গিত বহন করে।
রিপোর্টার্স উইদাউট বর্ডারস জানায়, নির্বাচনের দুই দিন আগে একজন সাংবাদিক নিখোঁজ হন। নির্বাচনে সংবাদ সংগ্রহ করতে আসা সুইজারল্যান্ডে একজন সাংবাদিককে বহিষ্কার করেছে শ্রীলঙ্কা সরকার। সংস্থাটি শ্রীলঙ্কা সরকারের প্রতি নিখোঁজ সাংবাদিককে খুঁজে বের করার আহ্বান জানিয়েছে।
মানবাধিকার সংস্থাগুলো বলেছে, শ্রীলঙ্কার অনেক সাংবাদিক বিদেশে পালিয়ে গেছে। গত তিন বছরে নয়জন সাংবাদিক খুন এবং আরও ২৭ সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে।
হিউম্যান রাইটস ওয়াচ অভিযোগ করেছে, সরকারবিরোধী সমালোচনা বন্ধে শ্রীলঙ্কা সরকার সাংবাদিকবিরোধী অভিযান শুরু করেছে।

No comments

Powered by Blogger.