হাসপাতালে ভর্তি মান্না

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। গত শনিবার দিবাগত রাতে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন তিনি। রোববার সন্ধ্যায় দলটির সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার জানান, মাহমুদুর রহমান মান্না হার্ট অ্যাটাক করেছেন। তার হার্টে একটি রিং বসানো হয়েছে। বর্তমানে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়েছে। ওদিকে রিং বসানোর ৭২ ঘণ্টা পার না হওয়া পর্যন্ত মাহমুদুর রহমান মান্না শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. শোয়েব মুহাম্মদ। তৎকালীন সরকারের আমলে ২০১৫ সালে মাহমুদুর রহমান মান্নাকে প্রথমে গুম করে, পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়। সে সময় তিনি সাজানো মামলায় দুই বছর কারাভোগ করেন। কারাগারে থাকা অবস্থায় হার্ট অ্যাটাক করলে তাকে হাসপাতালে পাঠানো হয়। ওই সময় তার হার্টে একাধিক ব্লক ধরা পড়ে। দলটির অভিযোগ, তখন শেখ হাসিনা সরকার তাকে চিকিৎসার সুযোগ না দিয়ে হাসপাতাল থেকে কারাগারে পাঠিয়ে দেয়। কারামুক্ত হওয়ার পরও তার পাসপোর্ট আটকে রাখা হয়। এ কারণে তিনি বিদেশে উন্নত চিকিৎসাও নিতে পারেননি।
mzamin

No comments

Powered by Blogger.