শ্রীলঙ্কায় বাজিমাত চীনপন্থি দিশানায়েকের

শ্রীলঙ্কায় বাজিমাত করেছেন চীনপন্থি অনূঢ়া কুমারা দিশানায়েকে। তিনি শনিবার অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছেন। গতরাত আটটার দিকে তাকে বিজয়ী ঘোষণা করে দেশটির নির্বাচন কমিশন। এর আগে শনিবারের নির্বাচনে ৩৮ জন প্রার্থীর কেউই শতকরা ৫০ ভাগ ভোট পাননি। ফলে দেশটির ইতিহাসে এই প্রথমবার দ্বিতীয় দফা ভোট গণনা করা হয়। এরপর প্রেসিডেন্ট নির্বাচিত ঘোষণা করা হয় দিশানায়েকেকে। প্রাথমিক নির্বাচনে তৃতীয় অবস্থানে ছিলেন বর্তমান উদারপন্থি প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। কিন্তু তিনি নির্বাচন থেকে ছিটকে পড়েন বা বাদ হয়ে যান। ফলে দ্বিতীয় দফার ভোট গণনায় প্রতিদ্বন্দ্বিতা হচ্ছিল মার্কসবাদী, চীনপন্থি অনূঢ়া কুমারা দিশানায়েকে এবং ভারতপন্থি সাজিথ প্রেমাদাসার মধ্যে। অবশেষে শেষ হাসি হাসলেন দিশানায়েকে। গণঅভ্যুত্থানে সাবেক প্রেসিডেন্ট গোটাবাইয়া রাজাপাকসে, সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দ রাজাপাকসে পালিয়ে যাওয়ার পর এটাই সেখানে প্রথম প্রেসিডেন্ট নির্বাচন। নির্বাচন কমিশনের চেয়ারম্যান আরএলএএম রত্নানায়েকে বলেছেন, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম রাউন্ডে সর্বোচ্চ ভোট পেয়েছেন অনূঢ়া কুমারা দিশানায়েকে এবং তারপর সাজিথ প্রেমাদাসা। কিন্তু তারা কেউই শতকরা কমপক্ষে ৫০ ভাগ ভোট পাননি। এ কারণে সেখানে এই দুই প্রার্থীর মধ্যে দ্বিতীয় দফার ভোট গণনা করা হয়। ১৯৮১ সালের প্রেসিডেন্সিয়াল ইলেকশন্স অ্যাক্টের অধীনে প্রেসিডেন্ট নির্বাচিত হতে একজন প্রার্থীকে শতকরা কমপক্ষে ৫০ ভাগ ভোট পেতে হয়। যদি এ পরিমাণ ভোট কোনো প্রার্থীই না পান, তাহলে দ্বিতীয় দফায় ভোট গণনা করা হয়।

নির্বাচনে অনূঢ়া কুমারা দিশানায়েকে পেয়েছেন মোট ৫৬ লাখ ৩৪ হাজার ৯১৫ ভোট (শতকরা ৪২.৩১ ভাগ)। সাজিথ প্রেমাদাসা পেয়েছেন ৪৩ লাখ ৬৩ হাজার ৩৫ ভোট (শতকরা ৩২.৭৬ ভাগ)। অন্যদিকে রনিল বিক্রমাসিংহে পেয়েছেন ২২ লাখ ৯৯ হাজার ৭৬৭ ভোট (শতকরা ১৭.২৭ ভাগ)। এ খবর দিয়েছে অনলাইন দ্য হিন্দু ও শ্রীলঙ্কার ডেইলি মিরর। অনূঢ়া কুমারা দিশানায়েকে মার্কসবাদী ও চীনপন্থি। অন্যদিকে সাজিথ প্রেমাদাসা ভারতপন্থি। তার প্রতি ভারতের সমর্থন আছে বলে গত সপ্তাহে দ্য ডিপ্লোম্যাটে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। শ্রীলঙ্কায় দিশানায়েকে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ভারত এ অঞ্চলে আরও নিঃসঙ্গ হয়ে পড়তে পারে। পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক চিরবৈরী। বাংলাদেশের প্রেক্ষাপটে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক মসৃণ নয়। মালদ্বীপে চীনপন্থি মোহাম্মদ মুইজু প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। এখন শ্রীলঙ্কায়ও চীনপন্থি দিশানায়েকে প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। ফলে এতে ভারতের কপালে আরও একটি চিন্তার রেখা যোগ হবে। শ্রীলঙ্কার নির্বাচনে একটি চমৎকার ব্যবস্থা চালু আছে। তাহলো প্রথম রাউন্ডের ভোটে যদি কোনো প্রার্থী শতকরা ৫০ ভাগ ভোট পেতে ব্যর্থ হন তাহলে দ্বিতীয় দফায় ভোট গণনা করা হয়। ২১শে সেপ্টেম্বর ভোটাররা সরাসরি ভোট দিয়েছেন। সেই ভোটের হিসাবে কোনো প্রার্থীই বিজয় নিশ্চিত করতে পারেননি। ওই ভোটের সময়ই ভোটারদেরকে একটি বিকল্প দেয়া হয়। তাতে তিনজন প্রার্থীকে ভোট দিতে বলা হয়। যদি প্রথম রাউন্ড ব্যর্থ হয়, তাহলে এই তিনজন প্রার্থীর মধ্য থেকে সবচেয়ে এগিয়ে থাকা দু’জনের মধ্যে ভোট নতুন করে গণনা করা হয়। এটাই দ্বিতীয় দফার ভোট গণনা। এই গণনায় যিনি বেশি ভোট পান, তিনিই হন প্রেসিডেন্ট। এই হিসাবে অনূঢ়া কুমারা দিশানায়েকে প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। এরই মধ্যে দিশানায়েকের দলের পলিটব্যুরো সদস্য বিমল রত্নানায়েকে বলেছেন, শ্রীলঙ্কা আইএমএফের সঙ্গে যে ২৯০ কোটি ডলার বেইলআউট চুক্তি করেছে তা অজনপ্রিয়। তবু অনূঢ়া কুমারা দিশানায়েকে এবং তার দল পিপলস লিবারেশন ফ্রন্ট সেই চুক্তি বাতিল করবে না। পক্ষান্তরে তারা এটা নিয়ে সমঝোতা করবে। তিনি বলেন, আমাদের পরিকল্পনা হলো আইএমএফের সঙ্গে যোগাযোগ করা এবং কিছু শর্তের সংশোধন সামনে আনা।

mzamin


No comments

Powered by Blogger.