দিল্লিতে বিদেশি কূটনীতিকদের জম্মু-কাশ্মীরে আমন্ত্রণ ভারতের
জম্মু-কাশ্মীরে চলমান নির্বাচনী কার্যক্রম পরিদর্শনের জন্য যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান এবং আসিয়ানসহ বিভিন্ন দেশের একদল সিনিয়র কূটনীতিককে আমন্ত্রণ জানিয়েছে ভারত। সূত্রের উদ্ধৃতি দিয়ে অনলাইন দ্য হিন্দু বলছে, দিল্লিতে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, সিঙ্গাপুর, ফিলিপাইন এবং মালয়েশিয়াসহ নির্বাচিত সচল দূতাবাসগুলোর প্রায় ২০ জন দূতাবাসকে আমন্ত্রণ জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তার মধ্যে এ রিপোর্ট লেখা পর্যন্ত আমন্ত্রণ গ্রহণ করেছেন ১৬ জন কূটনীতিক। আগামী ২৫শে সেপ্টেম্বর তারা দুইদিনের সফরে কাশ্মীর যেতে পারেন। ওইদিনই শ্রীনগরে ভোটগ্রহণ। ২৫শে সেপ্টেম্বর সেখানে দ্বিতীয় দফার নির্বাচন। তার আগেই কূটনীতিকদের নাম চেয়ে দূতাবাসগুলোতে যোগাযোগ করা হয়। ২৫শে সেপ্টেম্বরেই সেখানকার রাজধানী শ্রীনগর, গন্ধারবাল এবং বুধগাম জেলায় ভোটগ্রহণ হয়। ১লা অক্টোবর তৃতীয় দফার নির্বাচন। তার আগেই একদল কূটনীতিকের কাশ্মীর সফরে যাওয়ার কথা। ১লা অক্টোবর ভোটগ্রহণ হবে কাশ্মীরের বরমুল্লা, বান্দিপোড়া এবং কুপওয়ারা জেলায়। এর আগে ২০২০ সালে রাজ্যকে ভেঙে দুটি ইউনিয়ন টেরিটোরি করার পর সর্বশেষ এমন সফর আয়োজন করেছিল সরকার। তখন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, ইউরোপিয়ান পার্লামেন্টের কিছু সদস্যকে নিরাপত্তা পরিস্থিতি দেখাতে জম্মু ও শ্রীনগরে নিয়ে গিয়েছিল সরকার। তার আগে ২০১৯ সালের ৫ই আগস্ট জম্মু-কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিল করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার। ২০২৩ সালের মে মাসে জি-২০ শীর্ষ সম্মেলনের সময়ও কূটনীতিকদের স্বাগত জানানো হয় শ্রীনগরে। জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে গত মাসে জার্মানি ও যুক্তরাষ্ট্রের সিনিয়র কূটনীতিকরা শ্রীনগর সফর করেন। এ সময় তারা ন্যাশনাল কনফারেন্সের ওমর আবদুল্লাহ, পিপলস কনফারেন্সের প্রধান সাজ্জাদ লোকি, মূলধারার রাজনীতিকদের অনেকের সঙ্গে সাক্ষাৎ করেন তারা। মাঠপর্যায়ে পরিস্থিতি কি সে বিষয়ে অবহিত হন তারা। তবে নতুন করে পররাষ্ট্র মন্ত্রণালয় যেসব কূটনীতিকদের আমন্ত্রণ জানিয়েছেন তার মধ্যে নেই কানাডিয়ান হাইকমিশন। তবে সূত্র বলেছে, আগামী সপ্তাহে জম্মু ও কাশ্মীর সফরে যেতে পারে মিশনের একটি টিম।
No comments