ইরানে খনিতে বিস্ফোরণ, নিহত কমপক্ষে ৫১

ইরানের দক্ষিণ খোরাসান প্রদেশে একটি কয়লাখনিতে গ্যাস বিস্ফোরণে কমপক্ষে ৫১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। বার্তা সংস্থা রয়টার্সকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন গার্ডিয়ান। ইরানের রাষ্ট্রীয় মিডিয়া রোববার বলেছে, মাদানজু কোম্পানি পরিচালিত খনিটির বি এবং সি ব্লকে মিথেন গ্যাস বিস্ফোরিত হয়ে এ ঘটনা ঘটে। প্রদেশটির গভর্নর আলি আকবর রাহিমি বলেছেন, ইরানের মোট কয়লা চাহিদার শতকরা ৭৬ ভাগই সরবরাহ করা হয় এই খনি থেকে। মাদানজু কোম্পানিসহ প্রায় ৮ থেকে ১০টি কোম্পানি ওই অঞ্চলে কাজ করছে। দুর্ঘটনার পর বি ব্লকের উদ্ধার অভিযান সম্পন্ন হয়েছে। এই ব্লকে কাজ করছিলেন ৪৭ জন শ্রমিক। তার মধ্যে ৩০ জনই মারা গেছেন। আহত হয়েছেন ১৭ জন। এ রিপোর্ট লেখার সময় সি ব্লকে উদ্ধার অভিযান শুরু হয়েছিল। এই ব্লকে মিথেনের ঘনত্ব অনেক বেশি। কর্মকর্তারা ধারণা করছিলেন সেখানে উদ্ধার অভিযান পরিচালনা করতে তিন থেকে চার ঘণ্টা সময় লাগতে পারে। রাষ্ট্রীয় টিভিতে বলা হয়েছে, বিস্ফোরণের সময় ব্লক দুটিতে ৬৯ জন শ্রমিক কাজ করছিলেন। ইরানের রেডক্রিসেন্ট প্রধানকে উদ্ধৃত করে এর আগে বলা হয়, আহত ১৭ জনকে বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে। নিখোঁজ আছেন ২৪ জন। শনিবার দিবাগত রাত স্থানীয় সময় ৯টার দিকে এই বিস্ফোরণ হয়। নিহতদের আত্মার শান্তি এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
mzamin

No comments

Powered by Blogger.