দেশকে গোরস্থানে পরিণত করাই যেন আ’লীগের লক্ষ্য : খালেদা জিয়া

দেশকে গোরস্থানে পরিণত করাই যেন আওয়ামী লীগের প্রধান রাজনৈতিক লক্ষ্য বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক নুরুল আলম নুরুকে পুলিশ পরিচয়ে তুলে নেয়ার ১২ ঘণ্টা পর লাশ পাওয়ার ঘটনার প্রতিবাদ জানিয়ে তিনি এক বিবৃতিতে এ মন্তব্য করেন। দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত খালেদা জিয়ার এ বিবৃতি বৃহস্পতিবার গভীর রাতে গণমাধ্যমে পাঠানো হয়। বিবৃতিতে খালেদা জিয়া বলেন, বাংলাদেশকে গোরস্থানে পরিণত করাই যেন আওয়ামী লীগের প্রধান রাজনৈতিক লক্ষ্য। দেশের শহর থেকে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত মৃত্যু বিভীষিকা ওঁৎ পেতে আছে। দেশের মানুষ আজ রক্তহিম করা ভীতি এবং উৎকণ্ঠার মধ্যে দিন যাপন করছে।’ তিনি বলেন, বুধবার রাতে ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক নুরুল আলম নুরুকে পুলিশের গ্রেফতার ও তা অস্বীকারের পর বৃহস্পতিবার তাকে হত্যা করে লাশ রাউজান উপজেলার কর্ণফুলী নদীর তীরে খেলাঘাট কৈয়াপাড়া এলাকায় ফেলে রাখা হয়। এ মর্মন্তুদ ও পৈশাচিক ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। খালেদা জিয়া বলেন, চারদিকে সংশয়-ভয়জনিত আর্তনাদ শোনা যাচ্ছে। রক্তাক্ত সহিংসতা আওয়ামী দুঃশাসনের প্রধান বৈশিষ্ট্য। এ সরকারের ক্রোধের প্রধান টার্গেট হচ্ছে যুবক ও তরুণরা।
ফ্যাসিস্টদের ভয়াবহ ভ্রƒকুটি উপেক্ষা করে প্রতিবাদী তরুণরা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়। আর সেজন্যই দেশবিরোধী নানা অপতৎপরতায় লিপ্ত সরকারের বিরুদ্ধে তারুণ্যের দ্রোহকে নির্মূল করার জন্যই আওয়ামী সরকার জাতীয়তাবাদী শক্তির ছাত্র ও যুবকদের হত্যা করছে। তিনি অভিযোগ করেন, সরকারের এ ধারাবাহিক প্রাণঘাতী নৃশংসতার করুণ শিকার হয়েছে নুরুল আলম নুরু। ছাত্রনেতা নুরুল আলম নুরু হারানো গণতন্ত্র পুনরুজ্জীবনের আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা রাখার জন্যই তাকে নির্মম হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে। যে সরকার বাক, চিন্তা, মত প্রকাশের স্বাধীনতাসহ মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে পারে সেই সরকার নিজেদেরকে ক্ষমতায় টিকিয়ে রাখার স্বার্থে রাজনৈতিক প্রতিপক্ষকে নির্বিচারে হত্যা করতে দ্বিধা করে না। বর্তমান সরকার ক্ষমতার মোহে অন্ধ ও বেপরোয়া হয়ে উঠেছে। সরকার নিজেই দুর্বিনীত অনাচার সৃষ্টি করে দেশকে এক মহাদুর্যোগের মধ্যে ঠেলে দিয়েছে। তবে বর্তমান শাসকগোষ্ঠী রক্তাক্ত পন্থা অবলম্বনের মাধ্যমে লাশের স্তূপ বানিয়ে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে না বলে হুশিয়ারি উচ্চারণ করেন খালেদা জিয়া। তিনি বলেন, ক্ষমতাসীনরা টের পাচ্ছে না অপকীর্তি ও অনাচারের জন্য তাদের দিকে মহাদুর্দিন এগিয়ে আসছে। বর্তমান আওয়ামী সরকারের অপশাসনে দেশের সামগ্রিক আইনশৃংখলা পরিস্থিতি এখন কুৎসিত রূপ ধারণ করেছে। ক্ষমতাসীনদের নির্দেশেই আইনশৃংখলা বাহিনী নুরুল আলম নুরুকে হত্যা করেছে। এ পৈশাচিক হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদেরকে বর্তমান সরকার রেহাই দিলেও সেদিন আর বেশি দূরে নয়, যেদিন তাদেরকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি নিশ্চিত করা হবে। ত্রাস সৃষ্টি করে ক্ষমতার দাপটে জনগণকে ভয় পাইয়ে দেয়ার অপকৌশল করে কোনো লাভ হবে না।

No comments

Powered by Blogger.