ঢাকায় ৫ দিন প্রাইভেটকার না নামানোর আহ্বান

জরুরি প্রয়োজন ছাড়া রাজধানীতে শনিবার থেকে আগামী ৫ এপ্রিল পর্যন্ত পাঁচ দিন প্রাইভেটকার না নামানোর আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। শনিবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণপ্লাজায় ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) সম্মেলনের নিরাপত্তা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'এই সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার, আইপিইউ প্রধাসনসহ প্রায় ১ হাজার ৪০০ বিদেশী অতিথি অংশ নেবেন। ইতিমধ্যে ১ হাজার ১৫০ জন অতিথি চলে এসেছেন। তাই বিদেশী অতিথিদের চলাচল নির্বিঘ্ন ও সহজ করতে প্রয়োজন ছাড়া গাড়ি বের না করার অনুরোধ করছি।' সম্মেলনের নিরাপত্তা বিষয়ে তিনি বলেন, 'সম্মেলনের ভেন্যু জাতীয় সংসদ ভবন ও বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাজধানীর অন্যান্য এলাকাতেও নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে।' এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'জঙ্গিবাদের ঘটনাকে কেন্দ্র করে কোনো অতিথি সম্মেলনে যোগ দিচ্ছেন না, এমন হয়নি। তারা আগ্রহ নিয়েই এখানে যোগ দিচ্ছেন।
তাদের নিরাপত্তায় আমরা সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছি।' এ সময় তিনি আগামীকাল রোববার থেকে শুরু হতে যাওয়া এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান। শনিবার ঢাকায় শুরু হচ্ছে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৩৬তম সম্মেলন। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা সন্ধ্যা সাড়ে ৭টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় পাঁচ দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করবেন। এ সময় তিনি স্মারক ডাকটিকিট উন্মোচন এবং আইপিইউ ওয়েবটিভি উদ্বোধন করবেন। উদ্বোধন উপলক্ষে সংসদের দক্ষিণ প্লাজায় বর্ণিল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সম্মেলনের অন্যান্য ইভেন্ট রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) অনুষ্ঠিত হবে।

No comments

Powered by Blogger.