আগামী বছরই পদ্মা সেতু দিয়ে চলবে গাড়ি

নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, ২০১৮ সালের মধ্যে স্বপ্নের পদ্মা সেতু পাড়ি দিয়ে দক্ষিণাঞ্চলের মানুষ রাজধানী থেকে বাড়ি যেতে পারবে। তিনি বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার বিশ্ব ব্যাংককে চ্যালেঞ্জ করেই নিজ অর্থায়নে এই পদ্মা সেতু নির্মাণ করছে। ইতোমধ্যে সেতুর ৪০ শতাংশের বেশি কাজ শেষ হয়েছে।’
নৌমন্ত্রী আজ মাদারীপুর সরকারি নাজিম উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। ২০১৯ সালে বর্তমান সরকারের অধীনে জাতীয় নির্বাচন হবে উল্লেখ করে শাজাহান খান ওই নির্বাচনে সকলকে অংশ নেবার আহবান জানান। তিনি বলেন, ‘কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি জয়লাভ করেও বলেন নির্বাচন ফেয়ার হয়নি। তাহলে তারা জয়লাভ করলেন কিভাবে? এটাই হল বিএনপির’র চরিত্র।’ কলেজের অধ্যক্ষ অধ্যাপক নুরুল হকের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আনছার উদ্দিন, সাবেক অধ্যক্ষ হিতেন চন্দ্র মন্ডল, সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হোসেন অনিক ও সাধারণ সম্পাদক তানভীর মাহমুদ আবির। সূত্র : বাসস

No comments

Powered by Blogger.