‌৯/‌১১–এর অপ্রকাশিত ছবি প্রকাশ

ঘড়িতে তখন সকাল সোয়া ৯টা। সবে জেগে উঠেছিল নিউ ইয়র্ক। রাস্তায় অফিস যাত্রীদের ভিড় বাড়ছিল। তারমধ্যেই ছন্দপতন। মাত্র এক ঘণ্টা ১৫ মিনিটের মধ্যে চার–চারটি বিমান হামলার সাক্ষী থেকেছিল গোটা দেশ। ওয়র্লড ট্রেড সেন্টারের নর্থ ও সাউথ টাওয়ারে বিমান হামলার পর পেন্টাগনের পশ্চিম অংশে ভেঙে পড়ে আরো একটি বিমান। চার সন্ত্রাসী ইউনাইটেড এয়ারলাইন্স–৯৩ বিমানটি হাইজ্যাক করে। তার কিছুক্ষণ পরই পেনসিলভেনিয়ায় ভেঙে পড়ে সেটি। বিশ্ব সন্ত্রাসের ইতিহাসে সবথেকে আলোচিত ঘটনা ৯/‌১১। টেলিভিশন ও ইনটারনেটের সৌজন্যে হামলার নানা ছবি প্রকাশ্যে এসেছে।
তবে এবার নিজে থেকে উদ্যোগ নিল মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। পেন্টাগন হামলা-পরবর্তী বিভিন্নি ছবির মধ্যে থেকে বেছে বেছে ২৭টি ছবি সামনে এনেছে তারা। যা আগে কখনও প্রকাশ হয়নি। ছবিতে ধসে পড়া দেয়ালের অংশ, দাউ দাউ করে জ্বলতে থাকা আগুন দেখলেই বোঝা যায় হামলার কিছুক্ষণ পরই সেগুলি তোলা হয়েছিল। ভেঙে পড়া কংক্রিটের দেওয়ালের নীচে আমেরিকার জাতীয় পতাকাটিকে দুমড়ে মুচড়ে পড়ে থাকতে দেখা গেছে একটি ছবিতে। কোনো ছবিতে আবার গনগনে আগুন উপেক্ষা করে ধ্বংসাবশেষের নিচে হামাগুড়ি দিয়ে ঢুকছেন উদ্ধারকারীরা। পুলিশের কুকুর গন্ধ শুঁকে লাশ বের করছে এমন ছবিও সামনে এসেছ। ২০১১ সালের ১১ সেপ্টেম্বর ওসামা বিন লাদেনের নির্দেশে আল কায়দার ওই হামলায় প্রায় ৩০০০ মানুষ প্রাণ হারান।যারমধ্যে সিংহভাগই ওয়র্ল্ড ট্রেড সেন্টারে।

No comments

Powered by Blogger.