অস্ট্রেলিয়ায় বন্যা পরিস্থিতির অবনতি, ২ জনের মৃত্যু

অস্ট্রেলিয়ার দু’টি রাজ্যে প্লাবিত নদীর পানি বেড়ে যাচ্ছে। ফলে বন্যা পরিস্থিতির আরো অবনতি ঘটেছে। এতে দুই নারীর মৃত্যু হয়েছে এবং চারজন নিখোঁজ রয়েছে। গ্রীস্ম মন্ডলীয় শক্তিশালী ঘূর্ণিঝড়ের প্রভাবে সৃষ্ট প্রবল বর্ষণের পর সেখানে বিভিন্ন নদীর পানি বেড়ে যাওয়া অব্যাহত থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কুইন্সল্যান্ড পুলিশ সতর্ক করে দিয়ে জানায়, লগান নদীর পানির স্তর এখনো বিপদজনক পর্যায়ে না পৌঁছালেও রোখাম্পটন নগরীর উত্তরাঞ্চল ব্যাপক হুমকির মুখে রয়েছে। কমিশনার আয়ান স্টিওয়ার্ট লোকজনকে সতর্ক করে দিয়ে বলেন,
এমন বন্যা পরিস্থিতির কারণে সেখানকার লোকজন এখনো অনেক ঝুঁকির মধ্যে রয়েছে। পুলিশ শুক্রবার কুইন্সল্যান্ড সীমান্তের কাছ থেকে এক নারীর লাশ উদ্ধার করে। এছাড়াও তারা ৬৪ বছর বয়সী অপর এক নারীর লাশ সিডনীর দক্ষিণের হান্টার ভ্যালী থেকে উদ্ধার করে। উল্লেখ্য, বন্যার কারণে কুইন্সল্যান্ড ও নিউ সাউথ ওয়ালেসসহ বিভিন্ন শহর থেকে হাজার হাজার লোককে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়। এদিকে এ বন্যা ক্রমেই দক্ষিণে বালিনার দিকে বিস্তৃত হচ্ছে।

No comments

Powered by Blogger.