ট্রাম্প-জিনপিং বৈঠকের মধ্যমণি চীনা ফার্স্টলেডি

৬-৭ এপ্রিল চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের যুক্তরাষ্ট্র সফরকালে সঙ্গে থাকবেন তার স্ত্রী চীনের জনপ্রিয় ফার্স্টলেডি পেং লিউয়ান। চীনের পররাষ্ট্র দফতরের বৃহস্পতিবার আনুষ্ঠানিক এক ঘোষণায় বলা হয়, সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহে ফ্লোরিডার পামবিচের মার-এ-লাগো হোটেলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বহুল আলোচিত জিনপিংয়ের এ সফরে তার স্ত্রী পেং লিউয়ানও তার সঙ্গে থাকছেন। বৈঠকের পর আগামী বৃহস্পতিবার ট্রাম্প ও তার স্ত্রী মার্কিন ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে ডিনারে অংশ নেবেন প্রেসিডেন্ট জিনপিং ও চীনা ফার্স্টলেডি লিউয়ান। এএফপি জানায়, সাবেক জনপ্রিয় সংগীত তারকা পেং লিউয়ান চীনের জনগণের কাছে ‘মাদার পেং’ হিসেবে পরিচিত। মরণঘাতী রোগ এইডসবিরোধী লড়াইয়ে আগ্রহী হলেও বিশ্বব্যাপী চীনের ক্ষমতা বিস্তারে ক্রমেই বেইজিংয়ের একজন দক্ষ কূটনীতিক হিসেবে আবির্ভূত হচ্ছেন এ ফার্স্টলেডি। চলমান গরম ইস্যু উত্তর কোরিয়ার পাশাপাশি চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যও গুরুত্ব পাবে এ বৈঠকে। চীনের প্রত্যাশা মার্জিত রুচির অধিকারী পেং লিউয়ান বিশ্বের শীর্ষ দুই অর্থনীতির দুই নেতার মধ্যকার সম্পর্ককে মধুর করতে সহায়তা করতে পারবেন।
পেং লিউয়ানকে মাও সেতুংয়ের স্ত্রী জিয়াং কিংয়ের পর চীনের সবচেয়ে শক্তিশালী ফার্স্টলেডি মনে করা হয়। ২০১৩ সালে চীনের প্রেসিডেন্ট হিসেবে স্বামী জিনপিংয়ের ক্ষমতা গ্রহণের পর বিশ্বমঞ্চে নিয়মিত হাজির হতে থাকেন তিনি। চীনের সেনাবাহিনী পিপলস লিবারেশন আর্মির গায়ক দলের একজন শিল্পী হিসেবে পেশা শুরু করেন। রাষ্ট্রীয় টিভি চ্যানেলের পাশাপাশি অন্য জনপ্রিয় চ্যানেলের টিভি শোর মাধ্যমে ১৯৮০-৯০’র দশকে তারকাখ্যাতি পান তিনি। সেনাবাহিনীর মেজর জেনারেলের পদ অধিকার করেন এবং বর্তমানে সেনাবাহিনীর আর্টস একাডেমির ডিনের দায়িত্ব পালন করছেন তিনি। অধিকাংশ নাগরিক তাকে চীনের ধ্রুপদি সংস্কৃতির ধারক ও বাহক এবং একজন প্রকৃত দেশপ্রেমিক হিসেবে দেখেন। অতীতে বিভিন্ন রাষ্ট্রীয় সফরে তিনি চীনের সাংস্কৃতিক দূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৩ সালে স্বামী জিনপিংয়ের সঙ্গে রাশিয়া সফরের পর ধারাবাহিকভাবে পোল্যান্ড, সার্বিয়া ও উজবেকিস্তান সফরেও অংশ নেন লিউয়ান।

No comments

Powered by Blogger.