ভারত মোটেই ভালো কাজ করছে না : কড়া বার্তা চীনের

বিতর্কিত তিব্বতী ধর্মগুরু দালাই লামা অরুণাচল সফর নিয়ে ফের ভারতকে হুঁশিয়ারি দিল চীন! দালাই লামার এই সফরকে কেন্দ্র করে এই নিয়ে দুবার ভারতকে হুঁশিয়ারি দিল চীন। হুঁশিয়ারি, ভারত যেভাবে চীনের আপত্তি উড়িয়ে দিয়ে দালাই লামাকে যেভাবে অরুণাচল সফরে যেতে দিচ্ছে তাতে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের ‘মারাত্মক ক্ষতি’ হবে। শুধু তাই নয়, চীনের বক্তব্য ভারতের এই ব্যবহারে নাকি দুঃখজনক এবং উদ্বেগের। তবে ভারতকেই ঠিক করতে হবে, কী করবে এই বিষয়ে। ভারত-চীন সীমান্তের পূব দিক সম্পর্কে চীনের অবস্থান স্পষ্ট, অবিচল। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, দালাই চক্র দীর্ঘদিন ধরে বিচ্ছিন্নতাবাদী কাজকর্মে জড়িত।
এ ব্যাপারে তাদের কুখ্যাতির রেকর্ড আছে। ওদের আসল চরিত্র পরিষ্কার জানা থাকার কথা ভারতের। কিন্তু তা সত্ত্বেও ওখানে দালাইকে সফরের আমন্ত্রণ জানিয়েছে ভারত। দ্বিপক্ষীয় সম্পর্কের খুব ক্ষতি হবে এতে। ভারত-চীন সম্পর্ক নষ্ট করবে এ ধরনের সফর। আমরা ভারতকে আগের দেয়া রাজনৈতিক প্রতিশ্রুতির প্রতি দায়বদ্ধ থাকতে বলেছি। বলেছি, তারা যেন ভারত-চীন সম্পর্কের ক্ষতি না করে। আগামী ৪ থেকে ১৩ এপ্রিল অরুণাচল সফরে যাচ্ছেন দালাই লামা। আর সেই অরুণাচলকেই দক্ষিণ তিব্বতের অংশ বলে দাবি চীনের। আর তা নিয়ে অশান্তি তুঙ্গে। ৩৪৮৮ কিমি দীর্ঘ নিয়ন্ত্রণ রেখা ঘিরে ভারত-চীন বিরোধ রয়েছে।

No comments

Powered by Blogger.