আসামি গ্রেপ্তার নেই

পুরান ঢাকার স্বামীবাগে প্রকাশ্যে গুলি করে এক ব্যবসায়ীকে হত্যার ঘটনায় গতকাল শুক্রবার রাতে মামলা হয়েছে। কিন্তু এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। গত বৃহস্পতিবার দুপুরে স্বামীবাগে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে গুলিবিদ্ধ হন জাকির হোসেন (৩০)। আহত অবস্থায় প্রথমে তাঁকে স্থানীয় একটি হাসপাতালে আনা হয়। পরে সেখান থেকে বেলা দুইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মিজানুর রহমান বলেন, দাফন শেষে গতকাল রাতে জাকিরের পরিবারের সদস্যরা থানায় আসেন।
এরপর তাঁর বাবা এনায়েতুল হক বাদী হয়ে অজ্ঞাত চার-পাঁচজনকে আসামি করে মামলা করেছেন। আসামিদের শনাক্তের চেষ্টা চলছে বলে ওসি জানিয়েছেন। পরিবারসহ স্বামীবাগের মুনশিরটেকের পৈতৃক বাড়িতে থাকতেন জাকির হোসেন। বাসার পাশেই ছিল তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান। সেখানে তিনি পিতল ও পুরোনো লোহা কেনাবেচা করতেন। তাঁর স্ত্রী ও তিন বছর বয়সী এক মেয়ে আছে। গতকাল পর্যন্ত হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। পরিবারের সদস্যরাও সরাসরি কারও বিরুদ্ধে অভিযোগ করছেন না। তবে  জাকিরের স্ত্রী সায়মা আক্তার বলেছেন, পাঁচ-ছয় মাস আগে একটি দল জাকিরকে হত্যার চেষ্টা করেছিল।

No comments

Powered by Blogger.