মানুষের ভাষায় কথা বলবে অস্ট্রেলিয়ার গল্পবাজ পাখি!

আদিম মানুষের ভাষায় কথা বলে পাখি। সম্প্রতি অস্ট্রেলিয়ার জনমানবহীন অঞ্চলে এমন পাখির সন্ধান পেয়েছে একদল গবেষক। ভাষাজ্ঞানের অধিকারী পাখিদের এই প্রজাতিটি অস্ট্রেলিয়ায় ‘গল্পবাজ’ পাখি নামেই বিশেষ পরিচিত। মঙ্গলবার এএফপি এক খবরে এ তথ্য প্রকাশ করেছে। অস্ট্রেলিয়ার পিএলওএস জার্নালের পরিচালক গবেষণায় দেশটির প্রত্যন্ত অঞ্চলে ‘চেসটনাট ক্রাউনড ব্যবলার’ বা আধো-আধো ভাষায় কথা বলা পিঙ্গল বর্ণের সুশোভিত পাখির সন্ধান পেয়েছে। এ প্রজাতির পাখি আদিম মানুষের ভাষায় কথা বলে। বিশেষজ্ঞদের ধারণা, প্রাথমিক আধো-আধো ভাষাই পর্যাক্রমে একটি পূর্ণাঙ্গ ভাষার রূপ নেবে। গবেষণায় দেখা গেছে, ওই পাখিরা কতিপয় ধ্বনি একত্রে উচ্চারণ করে তৈরি করে অর্থপূর্ণ শব্দ। আর তা দিয়ে একে অন্যের সঙ্গে ভাব বিনিমিয় করে। বিজ্ঞানীরা দৃষ্টান্ত দিয়ে বলেন,
ওই পাখির ব্যবহৃত দুটো ধ্বনি ‘এ’ এবং ‘বি’ হলে ভাষার ক্ষেত্রে শব্দ হবে ‘এব (AB) যা ওই পাখিরা আকাশে উড়ার নির্দেশক হিসেবে ব্যবহার করে। আবার খাবার খাওয়নোর জন্য মা-পাখি যে শব্দ ব্যবহার করে তা হল বিএবি (BAB)। বিজ্ঞানীরা পাখির ব্যবহৃত বিভিন্ন শব্দ ধারণ করে তা আবার ধ্বনিত করলে পাখি ভিন্ন শব্দের জন্য ভিন্ন প্রতিক্রিয়া করে। গবেষণার সহযোগী লেখক ড. সাইমন টাউনসেন্ড বলেন, মানবজাতি ছাড়া অর্থহীন কোনো উপাদানের সমন্বয় করে ভাবপ্রকাশের মাধ্যমে আবিষ্কার এটাই প্রথম। জুরিখ বিশ্ববিদ্যালয়ের আরেক গবেষক সাবরিনা এনডোসার বলেন, আমরা অনেকদিন ধরে জেনে আসছি পাখি তার স্বরতন্ত্র দিয়ে কিছু নির্দিষ্ট ধ্বনি তৈরি করে আর তার সমন্বয়ে তৈরি হয় গানের সুর। কিন্তু কণ্ঠস্বর বারবার পরিবর্তন করে যে শব্দ এ প্রজাতির পাখি করে তা সামগ্রিকভাবে একটি বার্তা প্রদান করে।

No comments

Powered by Blogger.