আবারো মিয়ানমার সীমান্তে ভারতের সেনা অভিযান

আবারো মিয়ানমার সীমান্তে সেনা অভিযান চালিয়েছে ভারত। সীমান্ত পেরিয়ে মিয়ানমারে ঢুকে বিদ্রোহী ঘাঁটিতে হামলার মাস পেরোনোর আগেই উত্তর-পূর্ব সীমান্তে বড় ধরনের সামরিক অভিযান শুরু করেছে ভারত। এবার মিয়ানমারও তাদের সহায়তা করছে বলে সংবাদ প্রকাশ করেছে ভারতের গণমাধ্যমগুলো। দেশটির সেনা কর্মকর্তাদের বরাত দিয়ে প্রকাশিত সংবাদে জানানো হয়, প্রায় চল্লিশ হাজার সেনা মিয়ানমার সীমান্ত সংলগ্ন নাগাল্যান্ড ও মনিপুরে বিদ্রোহী অবস্থান নির্মূলে এই অভিযান চালাচ্ছে। বিদ্রোহী অবস্থানের বিষয়ে মিয়ানমার গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে বলে জানানো হয় সেখানে।
পাকিস্তানের গোয়েন্দা সংস্থা 'আইএসআই' ভারতে শান্তি প্রতিষ্ঠায় বাধা সৃষ্টি করছে বলে অভিযোগ করেন, ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। তবে অস্থিতিশীলতার উসকানিতে 'চীনের হাত' রয়েছ কিনা জানতে চাইলে তিনি মন্তব্য করেননি। ভারতীয় টেলিভিশনে মিয়ানমারের অভ্যন্তরে নাগা ও মনিপুরী বিদ্রোহীদের কয়েকটি ঘাঁটির ছবিও দেখানো হয়েছে।
গত ৪ জুন মনিপুরে বিদ্রোহী হামলায় ১৮ সেনাসদস্য নিহত হওয়ার কয়েকদিন পর হেলিকপ্টার গানশিপ নিয়ে মিয়ানমার সীমান্তে ঢুকে বিদ্রোহী অবস্থানে হামলা চালায় ভারতের প্যারা কমান্ডোরা। ন্যাশনাল সোসালিস্ট কাউন্সিল অফ নাগাল্যান্ড-খাপলাং (এনএসসিকে-কে) ভারতের সেনাসদস্যদের ওপর ওই হামলা চালিয়েছিল বলে ধারণা করা হয়।

No comments

Powered by Blogger.