না ভোট দেয়ার আহ্বান সরকারের

ঋণদাতাদের শর্ত মানা না মানার প্রশ্নে রোববার গ্রিসে অনুষ্ঠিতব্য গণভোটে ‘না’ ভোট দিতে আবারও জনগণকে আহ্বান জানালেন দেশটির প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপরাস। একইসঙ্গে রোববারের গণভোটে ‘হ্যাঁ’ ভোট জয়ী হলে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোরও ইঙ্গিত দিয়েছেন তিনি। সোমবার সন্ধ্যায় রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া ভাষণে ঋণদাতাদের শর্ত প্রত্যাখ্যান করতে জনগণের প্রতি আহ্বান জানান সিপরাস। তিনি বলেন, ‘ঋণদাতাদের শর্ত প্রত্যাখ্যানের ঘটনা গ্রিসকে ঋণদাতাদের সঙ্গে আলোচনার ক্ষেত্রে অনেক বেশি শক্তিশালী অস্ত্র হিসেবে কাজ করবে। আর তাই আপনারা আত্মর গভীর থেকে ঋণদাতাদের শর্ত প্রত্যাখ্যান করবেন বলে আমি আশা করছি।’
সিপরাস যখন ভাষণ দিচ্ছিলেন তখন পার্লামেন্টের সামনে জড়ো হয়ে সিপরাসকে সমর্থন জানান লাখ লাখ মানুষ। এদিকে মঙ্গলবার সিপরাসের বিরোধীদেরও একটি সমাবেশ করার কথা রয়েছে। ভাষণে সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ করেন সিপরাস। কোনো হুমকিতে ভয় না পেতে নাগরিকদেরও আহ্বান জানান তিনি। এদিকে ইউরোপীয় ইউনিয়নের নেতারা হুশিয়ারি দেন যে গ্রিসের জনগণ যদি ‘না’ ভোট দেয়ার মাধ্যমে ঋণদাতাদের প্রস্তাব প্রত্যাখ্যান করে তাহলে গ্রিসকে ইউরো অঞ্চল থেকে বের করে দেয়া হবে। তিনি বলেন, কৃচ্ছে র বিরুদ্ধে স্পষ্ট ভোট এ সংকটের সুষ্ঠু নিষ্পত্তিতে সহায়তা করবে। আর ব্যয় হ্রাসের পক্ষে জনগণ মত দিলে তিনি আর ক্ষমতায় থাকবেন না বলে হুশিয়ারি উচ্চারণ করেন।

No comments

Powered by Blogger.