গ্রিসের জন্য চাঁদা তুলছেন ব্রিটিশ জুতা বিক্রেতা

ঋণ সংকটে জর্জরিত গ্রিসের ঋণ পরিশোধে চাঁদা তোলা শুরু করেছেন ব্রিটেনের এক জুতা বিক্রেতা। এ লক্ষ্যে তিনি অনলাইনে একটি গণচাঁদার ফান্ড খুলেছেন। মঙ্গলবার সময়সীমার মধ্যে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ১৬০ কোটি ইউরো ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে গ্রিস এখন ঋণখেলাপি রাষ্ট্রে পরিণত হয়েছে। বুধবার বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, থম ফিনি নামের ওই জুতা বিক্রেতা জানিয়েছেন, তিনি গ্রিসকে সাহায্য করার জন্য এই প্রকল্প হাতে নিয়েছেন। গত দুই দিনে বেশ সাড়াও পেয়েছেন। লন্ডনের কভেন্ট গার্ডেনের বিক্রয়কর্মী ফিনি বলেন,
মঙ্গলবার রাত সাড়ে এগারটা পর্যন্ত তিনি ৪ লাখ ৫১ হাজার ইউরো (৫ লাখ ২ হাজার ডলার) চাঁদা তুলেছেন। ফান্ড খোলার দুই দিনেই এই টাকা পাওয়া গেছে। মোট ২৮ হাজার ৫০০ মানুষ এই ফান্ডে চাঁদা দিয়েছেন বলে জানান তিনি। একটি টি-শার্ট পরিহিত ২৯ বছরের খাটো এই যুবক বলেন, ‘আমি চিন্তা করেছি, রাজনীতিবিদরা যতই ঝগড়া করুক, একটা পদক্ষেপ নিতে হবে। আমি মনে করি, ইউরোপের জনগণ রাজনীতিবিদদের চেয়ে দ্রুত যে কোনো সমস্যা সমাধান করতে পারে। ইউরোপের প্রত্যেক মানুষ যদি মাত্র ৩.১৯ ইউরো করে চাঁদা দেন, তবে সহজেই গ্রিসের আইএমএফ ঋণের টাকা উঠে যাবে। আর এই পরিমাণটা আমাদের জন্য খুব সামান্য।’

No comments

Powered by Blogger.