লেখাপড়া করে এমপিদের সংসদে যাওয়া উচিত -ডিআরইউতে ডেপুটি স্পিকার

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া বলেছেন, সংসদ সদস্যদের (এমপি) লেখাপড়া করে সংসদে যাওয়া উচিত। কিন্তু অনেকেই তা করেন না।
শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত সংসদবিষয়ক রিপোর্টিং প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ও রিসোর্স পারসনের বক্তৃতায় ডেপুটি স্পিকার এ কথা বলেন। তিনি বলেন, অনেক সংসদ সদস্যের পার্লামেন্টের ‘রুলস অব প্রসিকিউর’ সম্পর্কেও স্বচ্ছ ধারণা নেই। তাদের উচিত তা আয়ত্ত করা। তবে বর্তমান সংসদে অনেক তরুণ সদস্য আছেন, যারা ভবিষ্যতে অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান হবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডিআরইউর সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, কালার স্টাইল বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জিয়াউর রহমান মুকুল। এতে সভাপতিত্ব করেন ডিআরইউর প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক কাজী সোহাগ।

No comments

Powered by Blogger.