পক্ষাঘাতগ্রস্ত বৃটিশ সৈন্য হাঁটছেন বহিঃকঙ্কালের সাহায্য

আফগানিস্তান যুদ্ধে আহত হওয়ার পর চিরতরে কোমর থেকে পা পর্যন্ত পঙ্গুত্ব বরণ করেছিলেন বৃটিশ এক সৈন্য। গ্রেনেডিয়ার গার্ডের সাবেক সেনা সদস্য জেমস জনসন পক্ষাঘাতগ্রস্ত হলেও, ‘এক্সোস্কেলেটন’ বা বিশেষ ধরনের এক বহিঃকঙ্কালের সাহায্যে এখন হাঁটতে পারছেন তিনি। এজন্য তাকে রোবট বহিঃকঙ্কালের সঙ্গে প্রথমে হাঁটাটা রপ্ত করতে হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। স্যালফোর্ড ইউনিভার্সিটির পাইলট স্কীমের লক্ষ্য, কিভাবে রোবট প্রযুক্তি ব্যবহার করে হাঁটা যায়, তা মানুষকে শেখানো। প্রথম পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তি হিসেবে সে স্কীমের অংশ হলেন জেমস জনসন। গত দুই বছরে এক্সোস্কেলেটন বাণিজ্যিকভাবে বাজারজাত করা হচ্ছে। তবে অত্যধিক ব্যয়বহুল হওয়ায় তা ক্রয় করা অধিকাংশের পক্ষেই সম্ভব নয়। জনসন যে ‘রিওয়াক সিস্টেম’টি কিনেছেন, তার দাম ৬৬ হাজার ৫৪১ ডলার বা বাংলাদেশী মুদ্রায় প্রায় ৫১ লাখ ৭০ হাজার টাকা। এক্সোস্কেলেটনটির প্রস্তুতকারী প্রতিষ্ঠান আশা করছে, বীমা প্রতিষ্ঠানগুলো পক্ষাঘাতগ্রস্ত অন্য রোগীদের সাহায্যার্থে এগিয়ে আসবে। ফলে, তারাও আবার হাঁটতে পারবেন। কৃত্রিম বা বায়োনিক পায়ের সাহায্যে হাঁটাটা যদিও আসল পায়ের মতো স্বাভাবিক নয়, তারপরও আবার হাঁটতে পারার স্বপ্ন আচ্ছন্ন করবে পক্ষঘাতগ্রস্ত রোগীদের প্রায় সবাইকেই।

No comments

Powered by Blogger.