মেসির চাই শিরোপা

প্যারাগুয়েকে ৬-১ গোলে চূর্ণ করে কোপা আমেরিকার ফাইনালে অর্জেন্টিনা। তারপরও অনেক সমর্থকের মন ভরেনি। স্কোরশিটে যে মেসির নাম নেই! এবারের কোপায় এখন পর্যন্ত পাঁচ ম্যাচে মাত্র একটি গোল আর্জেন্টিনা অধিনায়কের। সেটাও আবার পেনাল্টি থেকে। ওপেন প্লেতে (ডেডবল ছাড়া) দেশের হয়ে মেসির গোলখরা ৯০০ মিনিট ছাড়িয়ে গেছে। তা থাক, আপাতত ওসব নিয়ে ভাবার সময় নেই মেসির। গোল নয়, তার চাই শিরোপা! সেই ১৯৯৩ সালের পর থেকে শিরোপাখরা চলছে আর্জেন্টিনায়। ফলে জাতীয় দলের হয়ে কিছুই জেতা হয়নি বার্সেলোনার হয়ে ২৪টি শিরোপা জেতা মেসির। গত বছর বিশ্বকাপের ফাইনালে উঠেও আরাধ্য ট্রফিটা ছুঁয়ে দেখা হয়নি। এবার আর স্বপ্নভঙ্গে হতাশায় পুড়তে চান না মেসি। যেভাবেই হোক, শিরোপা তার চাই। গোলবন্যার ম্যাচে গোল না করেও ম্যাচসেরা মেসি। এতেই বোঝা যায়, প্যারাগুয়ের বিপক্ষে কী খেল দেখিয়েছেন আর্জেন্টাইন জাদুকর। দলের প্রয়োজনে প্লেমেকারের ভূমিকায় দেখা যাচ্ছে তাকে। এই মেসি আরও ভয়ংকর! সেমিতে ছয় গোলের পাঁচটিতেই অবদান রয়েছে তার। নিজের গোলখরা নিয়ে তাই একদমই ভাবিত নন মেসি, ‘নিজে গোল করতে পারছি না বলে উদ্বিগ্ন নই আমি। একটি নিখুঁত ম্যাচ খেলেছি আমরা।
আমরা জানতাম, একটি গোল করতে পারলেই আরও আসবে। সেটাই হয়েছে। সবচেয়ে বড় কথা, ফাইনালে উঠে নিজেদের প্রথম লক্ষ্য পূরণ করেছি আমরা। এখন চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনায় সবাই রোমাঞ্চিত।’ শনিবারের ফাইনালে মেসিদের প্রতিপক্ষ দারুণ ছন্দে থাকা স্বাগতিক চিলি। লড়াইটা কঠিন হবে মানলেও শিরোপার বিকল্প কিছু ভাবছেন না মেসি, ‘এটা ফাইনাল এবং আমি আশাবাদী, কোপা আমেরিকা জেতাটা হবে দারুণ কিছু। সত্যিই আমি জাতীয় দলের হয়ে কিছু একটা জিততে চাই।’ দীর্ঘ শিরোপাখরা ঘোচানোর তীব্র ক্ষুধাটা স্পষ্ট কোচ জেরার্ডো মার্টিনোর কথাতেও, ‘এক বছরের কম সময়ের ব্যবধানে আরেকটি টুর্নামেন্টের ফাইনালে আমরা। আরেকটি সুযোগ আমাদের সামনে। এটা হয়তো বিশ্বকাপ নয়, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। ছেলেরা একটি শিরোপার জন্য মরিয়া। চিলি খুবই ভালো দল। ফাইনালে তাদের হারাতে আরেকটি নিখুঁত ম্যাচ খেলতে হবে আমাদের।’ মেসি যেভাবে খেলছেন, তাতেই খুশি মার্টিনো, ‘মেসি যদি এভাবে গোল বানিয়ে দিতে থাকে, কোনো সমস্যা নেই। দলের প্রয়োজন ও পরিস্থিতি বুঝে সেরাটাই খেলছে সে। তাকে দেখে আমার উদ্বিগ্ন মনে হয়নি। আমার মনে হয় না যে, সুখী হওয়ার জন্য গোল করতে হবে তাকে।’ ওয়েবসাইট।

No comments

Powered by Blogger.